জীতু কমল দিতিপ্রিয়া দ্বন্দ্বে ‘চিরদিনই তুমি যে আমার’-র ভবিষ্যৎ অনিশ্চিত

শোনা যায়, শুটিংয়ে অভিনেত্রীর দেরিতে আসা নিয়ে বিরক্ত হন নায়ক। তার পরেই নাকি তিনি সেট ছেড়ে উঠে যান। তাতেই অপমানিত বোধ করেন নায়িকা।অপরদিকে প্রেমের দৃশ্যে সহ-অভিনেতার সঙ্গে অভিনয় করতে অস্বস্তি প্রকাশ করছেন নায়িকা, তাই রীতিমত ডামি ব্যবহার করে শুটিং করা হচ্ছে।
এমন পরিস্থিতিতে সোমবার সন্ধ্যায় প্রযোজনা সংস্থা নিয়ম মেনে ‘সমাধান বৈঠক’ ডাকে। সেখানে উপস্থিত ছিলেন নায়ক-নায়িকা, তাঁদের প্রতিনিধি এবং টিমের সদস্যরা। প্রায় দু’ঘণ্টা ধরে চলে আলোচনা। তবে এত দীর্ঘ ‘মিটিং’-এর পরও কোনও সমাধানসূত্র বেরোয়নি। দুই পক্ষই নীরব, সিদ্ধান্তও ঝুলে রইল।
অস্থিরতার জেরে সোমবার শুটিং পুরোপুরি বন্ধ ছিল। মঙ্গলবার অন্যান্য অভিনেতারা তাঁদের ‘কল টাইম’ পেলেও, আর্য-অপর্ণার শুটিং হবে কি না—সে বিষয়ে কেউই নিশ্চিত নন। সূত্রের দাবি, চূড়ান্ত সিদ্ধান্ত প্রযোজনা সংস্থা মঙ্গলবারের মধ্যেই জানাবে।
সমাজমাধ্যমেও চলছে ঝড়। ‘বয়কট অপর্ণা’ স্লোগানে গত ২৪ ঘণ্টা সরগরম নেটদুনিয়া। যদিও এ ব্যাপারে একেবারেই নীরব দিতিপ্রিয়া রায়। শনিবার রাতে একটি লেখা শেয়ার করার পর থেকেই জীতু কমলও মুখে কুলুপ এঁটেছেন।
সব মিলিয়ে, ‘চিরদিনই তুমি যে আমার’-এর পর্দার বাইরে তৈরি হওয়া এই টানাপোড়েন এখন যেন ধারাবাহিকের ভবিষ্যৎকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। তবে দর্শকের প্রত্যাশা, চরিত্রদের জনপ্রিয়তা এবং টিমের দীর্ঘদিনের পরিশ্রম—এই সবকিছুর প্রতি সম্মান রেখে প্রযোজনা সংস্থা খুব শিগগিরই সঠিক সিদ্ধান্ত নেবে বলেই আশা। আর সেই সিদ্ধান্তই ঠিক করবে—আর্য–অপর্ণার গল্প কোন পথে এগোবে, দর্শক আবারও তাঁদের আগের মতো একসঙ্গে দেখতে পাবেন কি না।
এখন তাই চোখ রাখার অপেক্ষা—মঙ্গলবারের ঘোষণাই কি নিয়ে আসবে নতুন মোড়, নাকি আরও জমে উঠবে এই বিতর্কের নাটকীয়তা!