Delhi Blast: সামনে এল উমরের ভিডিও, মিলেছিল আত্মঘাতী হামলার ইঙ্গিত?

উমর পেশায় ডাক্তার ছিলেন। তদন্তকারীদের মতে, হামলার ঠিক আগে তিনি নিজের মোবাইলে একটি ভিডিও রেকর্ড করেন উমর। সেখানে এমন হামলাকে সমর্থনযোগ্য কাজ হিসাবে দেখানোর চেষ্টা করেছিলেন তিনি। ভিডিওতে উমরকে বলতে শোনা যায়, সমাজ কিছু বিষয়কে ভুলভাবে বিচার করে। আত্মঘাতী হামলা নাকি তেমনই বিষয়। তাঁর মতে, যেভাবে হামলাগুলিকে দেখা হয়, তা ঠিক নয়। তদন্তকারীরা মনে করছেন, উমর হামলার আগে নিজের বিশ্বাসকে যথাযথ হিসেবে দেখাতে চাইছিলেন।
ভিডিওর কিছু অংশে উমর হামলার উদ্দেশ্য নিয়ে ইঙ্গিতও দিয়েছেন। NIA-র দাবি, দিল্লিতে বিস্ফোরণ ঘটানো কোনও হঠাৎ করে নেওয়া সিদ্ধান্ত ছিল না। বরং অনেকদিন ধরে পরিকল্পনা করছিলেন অভিযুক্ত। হামলার আগে ভিডিও বার্তা রেকর্ড করা দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। তদন্তে উঠে এসেছে, উমর দীর্ঘদিন ধরে বিভিন্ন উগ্রপন্থী প্রচারমূলক কনটেন্ট দেখতেন এবং গোপনে তা প্রচারও করতেন। উমরের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাঁর অতীত সম্পর্কে খুঁটিনাটি জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। পাশাপাশি, তিনি কার কার সঙ্গে যোগাযোগ রাখতেন, কারা তাঁকে প্রভাবিত করেছিল, এই সবই দেখা হচ্ছে।