প্রয়াণের পর প্রথম জন্মদিন, জুবিন স্মরণে মমতা, আবেগঘন পোস্ট স্ত্রী গরিমার

November 18, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৪৫: অকালে চলে গিয়েছেন গায়ক জুবিন গর্গ (Zubeen Garg)। জুবিন গর্গের মৃত্যুর পর আজ তাঁর প্রথম জন্মদিন। মঙ্গলবার সঙ্গীতশিল্পীর ৫৩ তম জন্মদিন, জগৎজুড়ে তাঁর অনুরাগীরা তাঁকে আজ স্মরণ করছেন। প্রয়াত গায়ককে শ্রদ্ধায় স্মরণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার X হ্যান্ডলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখলেন, ‘বিখ্যাত বহুমুখী সঙ্গীত প্রতিভা জুবিন গর্গকে তাঁর জন্মদিনে স্মরণ করছি। তাঁর সুর সমস্ত সীমা ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত বিস্তৃত।’


প্রয়াত গায়কের জন্মদিনে তাঁর স্ত্রী গরিমা সইকিয়া গর্গ ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট করেন। আজ গরিমা নিজের ও জুবিনের কয়েকটি পুরনো ছবি পোস্ট করে অসমিয়ায় লিখলেন, ‘এই জন্ম থেকে পরের জন্ম, আমার গল্প তোমাকেই নিয়ে… শুভ জন্মদিন, গোল্ডি। ভাল থেকো।’ জন্মদিনে কেক খাওয়া থেকে শুরু করে বিয়ের দিনের ছবি, সম্পর্কের শুরু দিনের মুহূর্ত, একসঙ্গে সফরের ঝলক, সব মিলিয়ে দু’জনের ব্যক্তিগত জীবনের কিছু অংশ সামনে এসেছে।

উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান অসমের পুত্র সঙ্গীতশিল্পী জুবিন গর্গ। তাঁর মৃত্যু নিয়ে ধোঁয়াশা রয়েছে আজও। দুর্ঘটনা নাকি কোনও ষড়যন্ত্র, তা আজও জানা যায়নি। সমুদ্রে সাঁতার কাটতে নেমে প্রাণ হারান তিনি। জল থেকে তাঁকে উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ ঘিরে বিতর্কের শেষ নেই। জুবিনের মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন অনুষ্ঠানটিক আয়োজক শ্যামকানু মহান্ত, জুবিনের আত্মীয় সন্দীপন গর্গ, অসম পুলিশের ডিএসপি পদমর্যাদার অফিসার এবং ব্যান্ড ম্যানেজার সিদ্ধার্থ শর্মা। আরও দু’জন ব্যান্ড সদস্যকেও আটক করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen