বাংলাদেশ সফরে বিপাকে ভারতীয় তিরন্দাজ দল, রাতভর হয়রানির শিকার অ্যাথলিটরা

November 18, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৪২:  এশিয়া চ্যাম্পিয়নশিপে সাফল্য নিয়ে বাড়ি ফেরার কথা ছিল ভারতীয় তিরন্দাজদের। কিন্তু ঢাকায় রাজনৈতিক অস্থিরতার জেরে তাঁদের যাত্রা পরিণত হয় দুর্ভোগে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডকে ঘিরে দেশজুড়ে উত্তেজনা, আর সেই পরিস্থিতির মাঝে পড়ে ভারতীয় দলের ২৩ সদস্যকে কাটাতে হয় এক অস্বস্তিকর রাত।

পদক তালিকায় শীর্ষে থেকে মোট ১০টি পদক জয় করে ভারত। প্রতিযোগিতা শেষে শনিবার রাতে দিল্লিগামী বিমানে ফেরার কথা থাকলেও আকস্মিকভাবে বাতিল হয় সেই ফ্লাইট। রাতভর বিমানবন্দরে অপেক্ষায় থাকতে হয় অভিষেক বর্মা, জ্যোতি সুরেখা, দীপিকা কুমারী, ধীরজ বোম্মাদেবা সহ দলের অন্যান্য সদস্যদের।

রাত ২টো পর্যন্ত কোনও বিকল্প উড়ানের ব্যবস্থা না হওয়ায় তাঁদের বিমানবন্দর ছাড়তে বাধ্য করা হয়। এরপর শুরু হয় আরও কঠিন পরীক্ষা—জানলা ছাড়া একটি বাসে প্রায় আধ ঘণ্টার পথ পাড়ি দিয়ে খেলোয়াড়দের পৌঁছে দেওয়া হয় যে জায়গায়, তা হোটেল নয়, বরং একটি অস্বস্তিকর ধর্মশালা। সেখানকার নোংরা পরিবেশ, মহিলাদের জন্য একমাত্র অপরিচ্ছন্ন শৌচাগার—সব মিলিয়ে পরিস্থিতি ছিল চরম অসুবিধাজনক। অ্যাথলিটদের অনেকেই জানান, স্নান করা তো দূরের কথা, থাকার পরিবেশও ছিল অত্যন্ত নাজুক।

ডেবিট বা ক্রেডিট কার্ড কাজ না করায় নিজেদের উদ্যোগে থাকার ব্যবস্থাও করতে পারেননি তাঁরা। ভোরে আবার বিমানবন্দরে পৌঁছলেও দেরিতে ফ্লাইট ধরার ফলে দিল্লিতে নেমে নিজেদের শহরে ফেরার সংযোগ ফ্লাইটও অন্য অনেকে মিস করেন। অনেককে নতুন করে টিকিট কাটতে হয়েছে, তবুও কোনও ক্ষতিপূরণ পাননি কেউ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen