Lawrence Bishnoi: যুক্তরাষ্ট্র থেকে ‘ডিপোর্ট’ হচ্ছেন বাবা সিদ্দিকীর হত্যায় অভিযুক্ত আনমোল বিষ্ণোই, ফেরানো হচ্ছে দেশে

November 18, 2025 | < 1 min read

Authored By:

Ritam Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৩০: কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের (Lawrence Bishnoi) ভাই অনমোল বিষ্ণোইকে (Anmol Bishnoi) যুক্তরাষ্ট্র থেকে প্রত্যর্পণ করে ভারত ফিরিয়ে আনা হচ্ছে। মুম্বাইয়ের রাজনীতিবিদ বাবা সিদ্দিকীর খুনে অন্যতম অভিযুক্ত অনমোল বিষ্ণোই।

আনমোল বুধবার দিল্লিতে পৌঁছবেন। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট (DHS) গতকালই বাবা সিদ্দিকীর পরিবারকে জানায় যে আনমোল আর আমেরিকার মাটিতে থাকতে পারবে না।

তদন্তকারীরা বলছেন, আনমোল একটি জাল পাসপোর্ট ব্যবহার করে ভারতে থেকে পালান। তিনি নেপাল দিয়ে দেশ ছাড়েন, এরপর দুবাই, কেনিয়া হয়ে যুক্তরাষ্ট্রে যান। শেষ পর্যন্ত গত নভেম্বরে যুক্তরাষ্ট্রে গ্রেফতার করা হয় এবং সেখান থেকে তাকে ভারতে ফিরিয়ে আনা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen