শুভেন্দুর গড়ে BJP-কে শূন্য করে সমবায়ে একচ্ছত্র দাপট তৃণমূলের

November 18, 2025 | < 1 min read
Published by: Ritam
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৪৭: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) রাজনৈতিক ‘গড়’ হিসেবে পরিচিত কাঁথি মহকুমায় বিজেপিকে কার্যত শূন্য করে সমবায় নির্বাচনে একচ্ছত্র দাপট দেখাল তৃণমূল কংগ্রেস (TMC)। পেটুয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির (Cooperative Agricultural Development Association) পরিচালন সমিতির ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন শাসকদল সমর্থিত প্রার্থীরা।

গত সেপ্টেম্বরে সমবায়ের ‘ডেলিগেট’ নির্বাচনে ৫২টি আসনের মধ্যে ৪৮টিতেই জয়ী হয়েছিল তৃণমূল। সেই ফলাফলের পর থেকেই পরিচালন সমিতির রাশ কার হাতে যাবে তা স্পষ্ট হয়ে গিয়েছিল। সোমবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। তৃণমূল প্রার্থীরা মনোনয়ন জমা দিলেও বিজেপি-সহ (BJP) অন্য কোনও বিরোধী দল একটিও মনোনয়ন জমা দেয়নি। ফলে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়, প্রতিদ্বন্দ্বী না থাকায় তৃণমূল সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী।

জয়ের খবর ছড়াতেই কাঁথিতে (Kathi) সবুজ আবিরে মেতে ওঠেন তৃণমূলকর্মী ও সমর্থকেরা। উল্লাসে ভরে ওঠে এলাকা। শুভেন্দুর নিজের এলাকায় বিজেপির এই নিরঙ্কুশ অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। অনেকেই এটিকে পদ্মশিবিরের সাংগঠনিক দুর্বলতার প্রতিফলন হিসেবে দেখছেন।

তবে এখনও পর্যন্ত বিজেপি (BJP) বা বিরোধী দলনেতার তরফে কোনও সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে, তৃণমূলের এই জয়ে দেশপ্রাণ ব্লক সভাপতি দেবাশিস ভুঁইয়া, ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি অজয় সাউ (Ajay Sau) এবং দারিয়াপুর অঞ্চল সভাপতি দীপক গিরি (Dipak Giri) বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন। তাঁদের মতে, এই ফল সাধারণ মানুষের আস্থা ও সমর্থনের প্রতিফলন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen