আত্মঘাতী BLO, SIR-র কাজের চাপকেই কাঠগড়ায় তুলছে পরিবার

November 19, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৩০: SIR-র কাজ চলছে। বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি ও তা জমা নেওয়ার কাজ করছেন BLO-রা। অফিসের কাজ সামলে এ কাজ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য। মালবাজারে বাড়ি থেকে উদ্ধার হল এক মহিলা BLO-র ঝুলন্ত দেহ। পরিবারের অভিযোগ, SIR সংক্রান্ত কাজের চাপেই এই আত্মহত্যা।

জানা গিয়েছে, মৃতার নাম শান্তিমণি এক্কা। মালবাজারের রাঙামাটি পঞ্চায়েতের বাসিন্দা তিনি। বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিচ্ছিলেন, জমা নিচ্ছিলেন। কাজের চাপ ছিল প্রবল। আজ, বুধবার সকালে বাড়ির উঠোনে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের সদস্যরা থানায় জানান। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃত BLO-র বাড়িতে পৌঁছন অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী বুলুচিক বড়াইক। মৃতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং পাশে থাকার আশ্বাস দেন তিনি।

মৃতার পরিবারের অভিযোগ, SIR সংক্রান্ত প্রবল কাজের চাপ নিতে পারছিলেন না শান্তিমণি। অবসাদে ভুগছিলেন। তাই চরম সিদ্ধান্ত। রাজ্যে SIR-র আতঙ্কে একের পর এক মৃত্যুর অভিযোগ উঠছে।
অনেকেই ভয় থেকে আত্মহত্যা করছেন। কাজের চাপে বিএলওদের মৃত্যুর অভিযোগও উঠেছে আগে।
ফর্ম বিলি করতে করতে পূর্ব বর্ধমানের এক BLO-র স্ট্রোক হয়ে মৃত্যুর অভিযোগ উঠেছিল। একাধিক BLO-র অসুস্থ হয়ে যাওয়ার খবরও মিলেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen