আমেরিকা ডিপোর্ট করল আনমোল বিষ্ণোইকে, মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার আজ দিল্লিতে

November 19, 2025 | < 1 min read

Authored By:

Saikat Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:১৫: ভারতের তদন্ত সংস্থার কাছে বড় সাফল্য। কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোইকে অবশেষে যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফেরত পাঠানো হচ্ছে। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মঙ্গলবার আমেরিকা যে ২০০ জন ভারতীয়কে ডিপোর্ট করেছে, সেই তালিকায় ছিল দেশের মোস্ট ওয়ান্টেড আনমোলের নামও। তাঁর সঙ্গে আরও দুই অপরাধীকেও ফেরত পাঠানো হয়েছে বলে জানা গেছে।

বুধবার সকাল ১০টার দিকে দিল্লিতে পৌঁছোনোর কথা বিশেষ বিমানের। বছর শুরুর দিকে আলাস্কায় মার্কিন এজেন্সির হাতে গ্রেপ্তার হয়েছিল আনমোল। আমেরিকায় বেআইনিভাবে ঢোকাই তাঁর ধরা পড়ার কারণ বলেই দাবি গোয়েন্দাদের।

এনআইএ ইতিমধ্যেই তাকে মোস্ট ওয়ান্টেড ঘোষণা করেছে। ভারতে আনমোলের বিরুদ্ধে রয়েছে ১৮টিরও বেশি মামলা— যার মধ্যে রয়েছে

মহারাষ্ট্রের এনসিপি নেতা বাবা সিদ্দিকি খুন

অভিনেতা সলমন খানের বাড়িতে গুলি চালানোর ঘটনা

পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ড

বাবা সিদ্দিকির ছেলে জিশান সিদ্দিকি মঙ্গলবার জানান, তাঁদের পরিবার ভিকটিম নোটিফিকেশন সিস্টেমের মাধ্যমে আনমোলের প্রত্যার্পণের খবর পেয়েছে। তাঁর দাবি, কেন্দ্র ও রাজ্য সরকার যেন নিশ্চিত করে— আনমোলকে মুম্বই এনে জিজ্ঞাসাবাদ ও গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, ২০২৩ সালের ১২ অক্টোবর দশেরা উৎসবের মাঝেই গুলি করে খুন করা হয় প্রভাবশালী নেতা বাবা সিদ্দিকিকে। তদন্তে উঠে আসে, এর নেপথ্যে ছিল লরেন্স বিষ্ণোই গ্যাং এবং মূল চক্রান্তকারীর ভূমিকায় ছিলেন আনমোল। এই মামলার আরেক অভিযুক্ত, তাঁর ঘনিষ্ঠ জিশান আখতার, এখনও কানাডায় লুকিয়ে রয়েছে বলে ধারণা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen