ওড়িশায় আটক বাংলার ১০ পরিযায়ী শ্রমিক, ‘বাংলাদেশি’ তকমায় হেনস্থার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

November 19, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৪০: বিজেপি শাসিত ওড়িশায় ফের হেনস্থার শিকার বাংলার পরিযায়ী শ্রমিকরা (Migrant Worker)। মুর্শিদাবাদের (Murshidabad) ৫ জন ও পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) ৫ জন শ্রমিককে স্থানীয় পুলিশ আটক করেছে বলে খবর। অভিযোগ, বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাঁদের ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ বলে দাগিয়ে দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, দীর্ঘ ১০-১২ বছর ধরে ওই শ্রমিকরা ওড়িশার জাজপুর টাউন এলাকায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন। তাঁরা একটি ভাড়া বাড়িতে থাকতেন। সোমবার রাতে পুলিশ হানা দিয়ে তাঁদের থানায় নিয়ে যায়। অভিযোগ, সেসময় শ্রমিকরা রাতের খাবার খেতে বসেছিলেন। খাওয়ার সুযোগ না দিয়েই তাঁদের তুলে নিয়ে যাওয়া হয়।

অভিযোগ, থানায় শ্রমিকরা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। রাতে তাঁদের খাবার না দিয়ে কেবল বিস্কুট খেতে দেওয়া হয়েছিল। এর আগেও পুলিশ তাঁদের বাড়িতে গিয়ে পরিচয়পত্র (Identity Card) খুঁটিয়ে দেখেছিল। ভোটার কার্ড (Voter card) ও আধার কার্ড (Aadhaar card) থাকা সত্ত্বেও এবার তাঁদের আটক করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আটক শ্রমিকরা একটি ভিডিও বার্তায় সাহায্যের আবেদন জানিয়েছেন। তাঁরা বাংলার মুখ্যমন্ত্রীর শরণাপন্ন হয়েছেন এবং দ্রুত উদ্ধারের দাবি তুলেছেন। পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ তাঁদের পাশে দাঁড়িয়েছে। আইনি সহায়তার ব্যবস্থা করা হচ্ছে বলে খবর। অন্যদিকে, শ্রমিকদের পরিবারের সদস্যরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। তাঁদের একটাই দাবি, ঘরের লোক যেন সুস্থ শরীরে দ্রুত ফিরে আসেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen