১০/১১ দিল্লি বিস্ফোরণ : ‘ওরা দেহ গুনতে পারছে না’, দায় স্বীকার প্রাক্তন পাক মন্ত্রীর

November 19, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:০০: দিল্লি বিস্ফোরণের (Delhi Blast) নেপথ্যে পাকিস্তানের (Pakistan) হাত থাকার আশঙ্কা আগেই উঠেছিল। এবার সেই সন্দেহ আরও দৃঢ় হলো। প্রাক্তন পাক মন্ত্রী আনোয়ারুল হক (Chaudhry Anwarul Haq) প্রকাশ্যে হামলার দায় স্বীকার করেছেন। তাঁর একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে, যেখানে নয়াদিল্লিকে (New Delhi) হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আমি আগেই বলেছিলাম, যদি আপনারা বালোচিস্তানে রক্ত ঝড়াতে থাকে। তাহলে আমরা লাল কেল্লা থেকে কাশ্মীর – সমস্ত জায়গায় হামলা চালাব। আল্লার কৃপায় আমরা এটা করেছি। ওরা এখন দেহ গুনতে পারছে না।”

আনোয়ারুলের এই মন্তব্যের পরই স্পষ্ট হয়ে যায় যে দিল্লি বিস্ফোরণের (Delhi Blast) সঙ্গে পাকিস্তানের যোগ রয়েছে। উল্লেখ্য, বালোচিস্তানে অস্থিরতার জন্য পাকিস্তান বারবার ভারতকে দায়ী করেছে। ইসলামাবাদের (Islamabad) এই দাবি নয়াদিল্লি সবসময়ই ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।

এদিকে দিল্লি বিস্ফোরণের তদন্তে নেমে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA) দেশজুড়ে তল্লাশি ও ধরপাকড় শুরু করেছে। শ্রীনগর-সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে, যাদের অধিকাংশই কাশ্মীরের (kashmir) বাসিন্দা। পাশাপাশি বিস্ফোরণের সঙ্গে যুক্ত দুই ষড়যন্ত্রীকেও আটক করেছে এনআইএ। তদন্তকারীদের নজরে এসেছে হরিয়ানার ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ও (Al-Falah University)।

তদন্তে ধীরে ধীরে সামনে আসছে দেশে ছড়িয়ে থাকা জইশ-ই-মহম্মদের (Jaish-e-Mohammed) ‘হোয়াইট কলার টেরর’-র (White Collar Terror) ভয়াবহ তথ্য। এই নেটওয়ার্কের মাধ্যমে শিক্ষিত পেশাজীবীদের ব্যবহার করে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর প্রমাণ মিলছে বলে সূত্রের দাবি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen