TMC: ‘বাংলার ভোট রক্ষা’ অভিযানে তৃণমূলের বার্তা- এক জন প্রকৃত ভোটারের নাম তালিকা থেকে মুছতে দেওয়া হবে না

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:৪০: বাংলার জমি যেমন বাংলার মানুষের, তেমনই বাংলার গণতান্ত্রিক অধিকারও এই মাটির সন্তানদেরই। বাহিরাগত শক্তি, দিল্লির জমিদার কিংবা বাংলা-বিরোধী কোনো চক্রান্তকারীর কু-মানসিকতা যতই বেশি হোক না কেন, এক জন প্রকৃত ভোটারের অধিকারকেও খর্ব করতে দেবে না বাংলা, এই বার্তাই স্পষ্ট করে দিল তৃণমূল কংগ্রেস (All India Trinamool Congress)।
এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূল জানিয়েছে, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্বে রাজ্যের সর্বত্র চালু হয়েছে ‘বাংলার ভোট রক্ষা’ শিবির। এই শিবিরে সাধারণ নাগরিকদের ভোট সংক্রান্ত সমস্ত সহায়তা, তথ্য ও সুরক্ষা দেওয়া হচ্ছে। অভিযোগ উঠেছে, অন্যদিকে বিজেপি পরিকল্পিতভাবে SIR-কে অস্ত্র করে লক্ষ-লক্ষ প্রকৃত বাঙালি ভোটারকে আতঙ্কিত করে, ভোটার তালিকা থেকে বাদ দেওয়া ও অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে।
তৃণমূলের দাবি, বাংলার মানুষের ওপর এই চাপ সৃষ্টি করার কোনও অপচেষ্টাই সফল হবে না। রাজ্যের প্রতিটি প্রকৃত ভোটারের পাশে দাঁড়িয়েছেন দলের নেতৃত্ব ও কর্মীরা। তাঁরা ঘরে-ঘরে পৌঁছে মানুষের ন্যায্য ভোটাধিকার সুরক্ষিত রাখতে কাজ করছেন।
তৃণমূলের বার্তা স্পষ্ট, বাংলা মাথা নোয়াবে না, পিছিয়ে যাবে না, এবং এক জন প্রকৃত ভোটারকেও তালিকা থেকে মুছে যেতে দেবে না। গণতন্ত্র রক্ষার এই লড়াইয়ে বাংলার জনগণই হবেন চূড়ান্ত শক্তি।