গুয়াহাটি টেস্টে খেলবেন না শুভমন গিল, তাঁর বদলে দলের দায়িত্ব কার কাঁধে?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:২০: গুয়াহাটি টেস্টে খেলতে পারবেন না শুভমন গিল (Shubman Gill)। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, দলের সঙ্গে গুয়াহাটি গিয়েছেন গিল কিন্তু তিনি মাঠে নামবেন না। তিনি খেললে ঘাড়ের সমস্যা আরও বাড়তে পারে। তিনি দুই ফরম্যাটের অধিনায়ক, তাই কোনও ঝুঁকি নেওয়া হচ্ছে না।
ইডেন টেস্টে ঘাড়ে চোট পান শুভমান গিল। দ্বিতীয় দিনের শেষে (India vs South Africa Guwahati Test) ইডেন থেকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে, আর সেই টেস্টে মাঠে নামেননি তিনি। দলের সঙ্গে গুয়াহাটি গেলেও খেলতে পারবেন না দ্বিতীয় টেস্টে। শুভমানের ঘাড়ের যন্ত্রণা আগের চেয়ে অনেকটাই কম। ডাক্তারারা বলছেন, এই অবস্থায় ঝুঁকি নিয়ে খেলতে নেমে পড়া উচিত নয়। যদি খেলতে নেমে ফের চোট পান, আরও লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যেতে হবে তাঁকে। ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। অন্তত দিন দশেক বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে গিলকে।
গিল না খেললে, গুয়াহাটি টেস্টে কোনও ডান হাতি ব্যাটারকে তাঁর জায়গায় নামানো হতে পারে। সরফরাজ খান বা করুণ নায়ার অথবা অভিমন্যু ঈশ্বরণ, প্রত্যেকেই স্পিন ভাল খেলেন। গিল না-খেললে দলে ফিরতে পারেন সাই সুদর্শনও। অন্যদিকে, গিল না খেললে গুয়াহাটিতে দলকে নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ।