বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক হরমনপ্রীতকে ডিলিট দিচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:০৩: ভারতের মহিলা দল ক্রিকেট বিশ্বকাপ জিতেছে। এবার বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌরকে (Harmanpreet Kaur ) সাম্মানিক ডিলিট প্রদান করতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। ২৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে সম্মান প্রদান করা হবে ভারত অধিনায়ককে। বুধবার রাজভবনে রাজ্যপাল তথা আচার্য আনন্দ বোসের সঙ্গে বৈঠকে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবের কথা জানান। জানা গিয়েছে, রাজ্যপাল মৌখিকভাবে প্রস্তাবে সম্মতি দেন।
নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে সমাবর্তনে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও ডিআরডিও-র চেয়ারম্যান সমীর ভি কামালকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর প্রস্তাব রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে কর্ম সমিতির বৈঠকে প্রস্তাবিত নামগুলি পাশ করিয়ে নেওয়া হবে বলে খবর।
উল্লেখ্য, ২০২৩ ও ২০২৪ সালে স্থায়ী উপাচার্য না থাকায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ সমবর্তন হয়নি। আচার্য-রাজ্যপাল সমাবর্তনের অনুমতি দেননি। তববিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রথা মেনে ডিগ্রি প্রদানের জন্য সংক্ষিপ্ত সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করেছিল।