Delhi Blast: ‘বিরিয়ানি’, ‘দাওয়াত’-র মতো Code-এ চলত বার্তা বিনিময়

November 21, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:০০: দিল্লি বিস্ফোরণ কাণ্ডের তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। জানা গিয়েছে, পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদের এক সদস্যের সঙ্গে দিল্লির বিস্ফোরণে অভিযুক্ত চিকিৎসকদের নিয়মিত যোগাযোগ ছিল। ওই ব্যক্তিই বোমা তৈরির ভিডিও পাঠিয়েছিলেন চিকিৎসকদের। অন্যতম অভিযুক্ত কাশ্মীরি চিকিৎসক মুজাম্মিল শাকিলের সঙ্গে তাঁর কথোপকথন উদ্ধার করা হয়েছে। নিরাপত্তার কড়াকড়ি কম থাকায় টেলিগ্রাম ব্যবহার করতেন তাঁরা।

তদন্তকারীরা অভিযুক্তদের বার্তালাপ থেকে সাঙ্কেতিক ভাষা উদ্ধার করেছেন। ‘বিরিয়ানি’, ‘দাওয়াত’-র মতো কিছু শব্দ ব্যবহার করতেন তারা। তদন্তকারীদের মতে, বিস্ফোরক বোঝাতে ‘বিরিয়ানি’ শব্দটি ব্যবহার করতেন অভিযুক্তেরা। ‘দাওয়াত’ শব্দের অর্থ এমন কোনও ঘটনা যা ঘটানো হবে।

ধৃত চিকিৎসকের সঙ্গে ‘হানজুল্লা’ নামের কেউ একজন যোগাযোগ করতেন। মনে করা হচ্ছে, এটি ছদ্মনাম। শ্রীনগরের নওগামে জইশের সমর্থনে পোস্টার লাগাতে গিয়ে ধরা পড়েছিলেন আদিল আহমেদ নামের এক চিকিৎসক। ওই পোস্টারেও ‘হানজুল্লা’ নামটি ছিল। আদিলের সঙ্গেও দিল্লির ঘটনার যোগ রয়েছে বলে মত তদন্তকারীদের। উল্লেখ্য, ১০ নভেম্বর লালকেল্লার অদূরে ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা গাড়িতে বিস্ফোরণ হয়। মৃত্যু হয় ১৩ জনের। সেই ঘটনার তদন্তে একের পর এক তথ্য উঠে আসছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen