SIR আবহে সোমে মেগা বৈঠক তৃণমূলের, কী বার্তা দেবেন সেনাপতি অভিষেক?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৩০: আগামী সোমবার মেগা বৈঠকে বসছে তৃণমূল। সাংসদ, বিধায়ক সহ সর্বস্তরের দলীয় নেতাদের নিয়ে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মতুয়া অধ্যুষিত এলাকা ও উত্তরবঙ্গে আলাদা করে নজর দেওয়া বলে সূত্রের খবর। তৃণমূল সূত্রের খবর, এই বৈঠকে SIR আবহে দলীয় সাংসদ ও বিধায়কদের পারফরমেন্সও রিভিউ করা হবে।
আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ। তৃণমূলের অভিযোগ, এর নেপথ্যে আছে বিজেপি তথা কেন্দ্রের রাজনৈতিক স্বার্থ। বহু ভোটারের নাম পরিকল্পনামাফিক বাদ যেতে পারে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন, একজন বৈধ ভোটারের নাম বাদ গেলেও দিল্লির বুকে বৃহত্তর আন্দোলন হবে। জেলায় জেলায় SIR ক্যাম্প, ওয়ার রুম খুলেছে তৃণমূল। এবার মেগা বৈঠকে বসছেন দলের সেনাপতি।
আগামী সোমবার অর্থাৎ ২৪ নভেম্বর বৈঠক হবে। দলের সাংসদ, বিধায়ক ও সাংগঠনিক পদাধিকারী সহ মোট ১০ হাজারের বেশি নেতা উপস্থিত থাকবেন বৈঠকে। SIR-র ক্ষেত্রে নিয়ে দলের নেতারা ঠিক মতো দায়িত্ব পালন করছেন কি-না, তা খতিয়ে দেখা হবে। কোন জেলায় সংগঠন আরও জোরদার করা প্রয়োজন তা নিয়ে আলোচনা হবে। সাংসদ ও বিধায়কদের পারফরমেন্স রিভিউ করা হবে বলে শোনা যাচ্ছে। মতুয়া অধ্যুষিত এলাকা ও উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বলে খবর।