বিহার নির্বাচনে ব্যর্থতার পর প্রশান্ত কিশোরের বড় সিদ্ধান্ত: পঞ্চায়েত থেকে রাজ্য, সব সংগঠন ভেঙে পুনর্গঠনের পথে

November 23, 2025 | < 1 min read

Authored By:

Proteem Basak Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৪০: বিহার বিধানসভা নির্বাচনে প্রত্যাশা পূরণ না হওয়ায় বড় ধরনের সাংগঠনিক রদবদলের পথে হাঁটল প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি (Jan Suraaj Party)। শনিবার তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে পঞ্চায়েত, ব্লক, জেলা থেকে শুরু করে রাজ্য, সব স্তরের সংগঠন ভেঙে দেওয়া হচ্ছে। দলীয় মুখপাত্র সৈয়দ মাসিহ উদ্দিন জানান, দেড় মাসের মধ্যেই সম্পূর্ণ নতুন কাঠামো গড়ে তোলার কাজ শুরু হবে।

পাটনায় দলের জাতীয় পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকের সভাপতিত্ব করেন রাজ্য সভাপতি মনোজ ভারতী, এবং উপস্থিত ছিলেন জন সুরাজের মুখ প্রশান্ত কিশোরও। দীর্ঘ বৈঠকে নেতারা পর্যালোচনা করেন দল কোথায় পিছিয়ে পড়ল, ভোটের ময়দানে পরিকল্পনা বাস্তবায়নে কোথায় ত্রুটি ছিল, এবং কোন-কোন স্তরে সংগঠন দুর্বল হয়ে পড়েছিল। সেই আলোচনার পরই সিদ্ধান্ত হয় যে পুরোনো সংগঠন ভেঙে পুনর্গঠনের পথেই এগোবে দল।

দলের তরফে জানানো হয়েছে, বিহারের ১২টি বিভাগে পুনর্গঠন প্রক্রিয়া দেখভালের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে শীর্ষস্থানীয় নেতাদের। প্রতিটি বিভাগে তাঁরা নিচু স্তর পর্যন্ত গিয়ে কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন, নতুন কমিটি গড়ে তুলবেন এবং আগের দুর্বলতাগুলো কোথায় ছিল তা খতিয়ে দেখবেন। তাদের লক্ষ্য হবে তৃণমূল স্তরে আরও সক্রিয়, সুসংগঠিত ও শক্তিশালী দলীয় কাঠামো গড়ে তোলা, যাতে আগামী নির্বাচনী লড়াইয়ে দল বেশি কার্যকর ভূমিকা নিতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen