ধর্মেন্দ্রর প্রয়াণে শোকাহত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী, স্মৃতিচারণে বলিউড তারকারা

November 24, 2025 | 3 min read
Published by: Raj

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫.২৫: হিন্দি সিনেমার হি ম্যান ধর্মেন্দ্র আর নেই । বলিউডের এক যুগের অবসান। সোমবার (২৪ নভেম্বর) ৮৯ বছর বয়সে প্রয়াত হলেন হিন্দি সিনেমার সুপার স্টার, জনপ্রিয়তা ও সরলতার আইকন ধর্মেন্দ্র। শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র জগতে। সিনেমা জগতের একাধিক ব্যক্তিত্ব তার প্রয়াণে শোকাহত। অভিনেত্রী সায়রা বানু বলেন, “ধর্মেন্দ্রর মৃত্যুকে কোনও মতে মানতে পারছি না। দিলীপ সাহেব তাঁকে ছোট ভাইয়ের মতো ভালোবাসতেন। তিনি প্রায়ই আমাদের বাড়িতে আসতেন—আড্ডা, খাওয়া- দাওয়া, কখনও ঘণ্টার পর ঘণ্টা হাসাহাসি। আজ কথা বলার মতো অবস্থায় নেই। ওঁকে খুব মিস করব।”

প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্রকে স্মরণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স-এ পোস্ট করে তিনি লেখেন, “ধর্মেন্দ্রজির মৃত্যু ভারতীয় সিনেমার এক যুগের অবসান। তিনি ছিলেন এক প্রতীকী অভিনেতা, যিনি প্রতিটি চরিত্রে এনেছেন আকর্ষণ ও গভীরতা। নানা ধরনের চরিত্রে তাঁর অভিনয় অসংখ্য মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তাঁর সরলতা, বিনয় ও আন্তরিকতা তাঁকে আরও প্রিয় করে তুলেছিল। এই শোকের সময়ে তাঁর পরিবার, বন্ধু ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি।”

ধর্মেন্দ্রের প্রয়াণে শোক প্রকাশ করেছেন অভিনেত্রী শর্মিলা ঠাকুরও তিনি বলেন,
“আমি প্রায় রোজই পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছিলাম। জানতাম তাঁর অবস্থা সংকটজনক। সত্যিই চেয়েছিলাম তিনি সেরে উঠুন।”

অভিনেত্রী মৌসুমি চ্যাটার্জি জানালেন, তিনি কখনও ধর্মেন্দ্রকে ‘হি-ম্যান’ হিসেবে দেখেননি। তাঁর কথায়,
“তিনি হি-ম্যান নন, খুবই কোমল হৃদয়ের মানুষ ছিলেন। পরিবারকেন্দ্রিক, বড় মনের মানুষ। তাঁর রসবোধ ছিল অসাধারণ। তিনি বড় মানুষ ছিলেন, থাকবেন।”

পরিচালক করণ জোহর সোশ্যাল মিডিয়াতে বার্তায় দেন, “এক যুগের শেষ। মেইনস্ট্রিম সিনেমার সত্যিকারের নায়ক, অসাধারণ ব্যক্তিত্ব, সৌন্দর্য ও ক্যারিশমার প্রতীক ধর্মেন্দ্র চিরকাল ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে উজ্জ্বল থাকবেন। সবচেয়ে বড় কথা, তিনি ছিলেন দারুণ একজন মানুষ।”

ভারতীয় সিনেমা বিদায় জানাল এক অনন্য নক্ষত্রকে, রেখে গেল অকূট স্মৃতি আর অমলিন ভালোবাসা।

ধর্মেন্দ্রর প্রয়াণে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে লিখছেন, “গভীর শোকের সঙ্গে জানাতে হচ্ছে, মুম্বইয়ে আজ প্রয়াত হয়েছেন কিংবদন্তি অভিনেতা ও নায়ক ধর্মেন্দ্রজি। ভারতীয় সিনেমায় তাঁর অসামান্য অবদান আগামী প্রজন্মকেও অনুপ্রাণিত করে যাবে।

তাঁর পরিবার, চলচ্চিত্র-জগত, ভক্ত ও অনুরাগীদের প্রতি রইল আন্তরিক সমবেদনা। হেমা মালিনীজি, তাঁর পুত্র-কন্যারাই এখন বহন করবেন এই মহৎ অভিনেতার সমৃদ্ধ উত্তরাধিকার।”

ভারতীয় সিনেমার কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক এক্স পোস্টে তিনি লেখেন, *“ভারতীয় চলচ্চিত্রের এক উচ্চতম ব্যক্তিত্বকে হারালাম। বহু দশকজুড়ে তাঁর উজ্জ্বল কর্মজীবনে তিনি অসংখ্য স্মরণীয় চরিত্র উপহার দিয়েছেন। ভারতীয় সিনেমায় তাঁর অবদান অপূরণীয়। তরুণ শিল্পীদের অনুপ্রাণিত করবে তাঁর রেখে যাওয়া ঐতিহ্য। তাঁর পরিবার, বন্ধু ও অসংখ্য অনুরাগীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।”

অভিনেত্রী জয়া প্রদা জানান, কয়েক মাস আগেই তাঁর সঙ্গে দেখা হয়েছিল ধর্মেন্দ্রর। তিনি বলেন, “আজ বিনোদন দুনিয়ার জন্য অত্যন্ত দুঃখের দিন। এটা এক বিরাট ক্ষতি। কয়েক মাস আগে তাঁর সঙ্গে দেখা হয়েছিল—তিনি ছিলেন অত্যন্ত প্রাণবন্ত, আনন্দময়।”

অভিনেতা মনোজ বাজপেয়ী তাঁর ‘শৈশবের নায়ক’ ধর্মেন্দ্রর প্রয়াণে শোকপ্রকাশ করে লেখেন, “ধরমজি ছিলেন আমার বাবা-মায়ের প্রিয় অভিনেতা, আর আমার অন্যতম শৈশবের হিরো। কথা বলার আগেই তাঁর উষ্ণতা অনুভব করা যেত। তাঁর সৌজন্য, রসিকতা আর পর্দার বাইরে ও ভেতরের ব্যক্তিত্ব সকলের মনে দাগ কেটে যেত। তাঁকে হারানো ব্যক্তিগত ক্ষতির মতো মনে হচ্ছে। তাঁর সিনেমা, মানুষের প্রতি ভালোবাসা আর মমত্ববোধ চিরকাল হৃদয়ে রয়ে যাবে। ওম শান্তি।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen