“অমানবিক চাপ…..মেরে ফেলবেন না’’, BLO-র আত্মহত্যার ঘটনায় কমিশনকে নিশানা মীনাক্ষীর

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৪৫: তৃণমূলের পর এবার SIR প্রক্রিয়া নিয়ে সরব হলেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)। তাঁর অভিযোগ, এই প্রক্রিয়া অপরিকল্পিত এবং রাজনৈতিক উদ্দেশ্যে সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। ফলে আতঙ্ক ও উদ্বেগ বাড়ছে, আর তার ফলেই একাধিক বিএলও (BLO) অসুস্থ হয়ে পড়ছেন, এমনকি আত্মহত্যার ঘটনাও ঘটছে।
মীনাক্ষীর বক্তব্য, নির্বাচন কমিশনকে (Election Commission) দায় নিতে হবে। তিনি বলেন, ‘‘বিজেপির মতো ফ্যাসিবাদী দলের কায়দা দেশজুড়ে ফুটে উঠছে। কমিশন এসআইআরের মাধ্যমে মানুষকে আতঙ্কিত করছে। কাদের নাম ভোটার তালিকায় থাকবে বা থাকবে না তা নয়, সরকারি কর্মীদের ওপর অমানবিক চাপ তৈরি করছে তারা। যাদের নিয়ে কাজ করছেন, তাদের মেরে ফেলবেন না।’’
নির্বাচন কমিশনের দাবি, মৃত ও ভুয়ো ভোটারের নাম বাদ দেওয়ার জন্যই এই প্রক্রিয়া চালু হয়েছে। কিন্তু মীনাক্ষীর অভিযোগ, ধারাবাহিক প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। তাঁর প্রশ্ন, ‘‘একজনের নাম ভোটার তালিকায় তুলতে এত পরিশ্রম করতে হয়, তাহলে এত ভুয়ো নাম এল কোথা থেকে?’’
বিএলওদের (BLO) মৃত্যু ও অসুস্থতার প্রসঙ্গেও কমিশনের দিকে আঙুল তুলেছেন তিনি। তাঁর মতে, আগে থেকে পরিকল্পনা না করে এইভাবে কাজের চাপ দেওয়া যুক্তিহীন। সরকারি কর্মীরা নিজেরাই বলছেন, চাপ সামলানো যাচ্ছে না।
এদিকে সোমবার পথে নেমেছে বিএলও অধিকার রক্ষা কমিটি (BLO Rights Protection Committee)। কলেজ স্কোয়ার থেকে শুরু হওয়া মিছিল রাজ্য নির্বাচন দফতরে গিয়ে অবস্থান বিক্ষোভে পরিণত হবে। তাঁদের অভিযোগ, অমানবিক কাজের চাপের বিষয়ে বহুবার জানালেও কমিশন কোনও ব্যবস্থা নেয়নি। অত্যন্ত কম সময়ের মধ্যে বিপুল কাজ সামলাতে গিয়ে ভুলভ্রান্তির আশঙ্কা থেকেই যাচ্ছে। ভুল হলে শাস্তির হুঁশিয়ারি দেওয়া হয়েছে, ফলে চাপ দ্বিগুণ হয়েছে। মানসিক আতঙ্ক ও শারীরিক ক্লান্তিতে বহু অফিসার অসুস্থ হয়ে পড়ছেন, কয়েকজন আত্মঘাতীও হয়েছেন।