শীতের ব্যাটিং শুরু, আজ হার বাঁচাতে পারবেন পন্থরা? নজর কোন কোন খবরে
November 26, 2025
|
< 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:০০:
জোরালো হচ্ছে শীতের কামড়
মঙ্গলবার ছিল মরশুমের শীতলতম দিন। আজ কলকাতায় ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে ১২-১৩ ডিগ্রি সেলসিয়াস বা তারও কিছু নীচে নামতে পারে তাপমাত্রা। উত্তর থেকে দক্ষিণে কোথাও ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্রবার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
হার বাঁচানোর লড়াই
দেশের মাটিতে আরও এক টেস্ট সিরিজ হারের মুখে দাঁড়িয়ে গম্ভীরের ভারত। আজ হার বাঁচানোর লড়াইয়ে নামছে ভারত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোয়াট ওয়াশ থেকে বাঁচতে শেষ দিন বাইজ গজে পড়ে থাকতে হবে পন্থদের। হাতে ৮ উইকেট। সিরিজ কার্যত নিশ্চিত। গুয়াহাটিতে শেষ দিনের খেলা শুরু সকাল ৯টা থেকে। স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে সরাসরি সম্প্রচার দেখা যাবে।