BJP-র পার্টি অফিস গড়তে একের পর এক বৃক্ষছেদন, সুপ্রিম ভর্ৎসনার মুখে হরিয়ানা সরকার
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:১৫: হরিয়ানার কর্নালে নতুন পার্টি অফিস তৈরি করছে বিজেপি। সেই কারণে ৪০টি গাছ কেটে ফেলার অভিযোগ উঠল ডবল ইঞ্জিন হরিয়ানা সরকারের বিরুদ্ধে। সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন প্রাক্তন সেনা জওয়ান। মামলার শুনানিতে বুধবার হরিয়ানা সরকার ও নগরোন্নয়ন সংস্থাকে ভর্ৎসনা করলেন দেশের শীর্ষ আদালতের বিচারপতিরা। বিচারপতিদের প্রশ্ন, ‘এত গাছ কাটার ক্ষতি পূরণ করবে কে?’ গাছ কাটার সঠিক কারণ জানতে চেয়েছেন বিচারপতিরা। কারণ ব্যাখ্যা করতে না-পারলে কড়া পদক্ষেপের কথাও বলেছেন বিচারপতিরা। বিচারপতিরা সাফ বলে দেন, ‘‘সতর্ক করছি। সবাইকে জবাবদিহি করতে হবে এই ঘটনায়।’’
বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চের প্রশ্ন, ‘‘গাছ কেটে ফেললেন কেন? গাছগুলোর কী হল? রাজনৈতিক দলের পার্টি অফিস অন্য কোথাও করা যেত না?’’ হরিয়ানা সরকারের অতিরিক্ত সলিসিটর জেনারেল বিক্রমজিৎ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, প্রয়োজনীয় সব অনুমতি নিয়ে এবং পরিবেশ বিধি মেনে কাজ করা হয়েছে। যতগুলি গাছ কাটা হয়েছে, সমপরিমাণ গাছ লাগানো হবে।
কর্নেল দাবিন্দর সিং রাজপুত প্রথমে হরিয়ানা সরকারের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছিলেন। সেই মামলা খারিজ হয়ে যায়। তারপর তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। রাজপুতের অভিযোগ, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে কর্নালের একটি আবাসিক এলাকায় পার্টি অফিস করার জন্য বিজেপিকে জমি দিয়েছে হরিয়ানা সরকার। অভিযোগ, দলীয় কার্যালয়ে যাওয়ার রাস্তা তৈরি করতে ৪০টি গাছও কেটে ফেলা হয়েছে।