শিক্ষক নিয়োগ বানচালের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিরোধীরা, অভিযোগ শিক্ষামন্ত্রীর
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৫০: ৩১ ডিসেম্বরের মধ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নবম-দশম এবং একাদশ-দ্বাদশের পরীক্ষার ফল প্রকাশ করেছে SSC। প্রকাশিত হয়েছে একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকাও। নতুন নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই একাধিক মামলা হয়েছে কলকাতা হাই কোর্টে। শুরু হয়েছে আইনি জটিলতা। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) জানাচ্ছেন, সবদিক খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে। তাঁর অভিযোগ, বিধানসভা নির্বাচন আসন্ন। নির্বাচনে তৃণমূল যাতে শিক্ষক নিয়োগ নিয়ে কোনও সুবিধা নিতে পারে, সেই জন্য নিয়োগ বানচালের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিরোধীরা।
কলকাতা হাই কোর্ট আগেই নির্দেশ দিয়েছিলেন, ২০১৬-র বাতিল হওয়া প্যানেলের সমস্ত ‘অযোগ্য’ প্রার্থী চিহ্নিত করা হয়েছিল, তাঁদের নাম, ঠিকানা, পিতৃপরিচয় সহ পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। বুধবারের সুপ্রিম কোর্টের নির্দেশের পর আজ বৃহস্পতিবার ‘অযোগ্য’দের সেই তালিকা প্রকাশ করা হবে। সাংবাদিক বৈঠক থেকে শিক্ষামন্ত্রী বলেন, “শীর্ষ আদালতের নির্দেশ মেনে ওই তালিকা প্রকাশ করবে এসএসসি।”
তিনি আরও জানান, ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগপ্রক্রিয়া শেষ করার নির্দেশ রয়েছে। সেই অনুযায়ী কাজ করছে স্কুল সার্ভিস কমিশন। তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। কোনও ‘যোগ্য’ প্রার্থীকে যাতে চাকরিহারা না হতে হয়, তা দেখার আশ্বাস দিয়েছেন তিনি। পুরো প্রক্রিয়া সম্পন্ন হলে শূন্যপদ বৃদ্ধির বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করা হবে।” ব্রাত্য বলেন, “আদালত তার পর্যবেক্ষণের কথা জানিয়েছে, কোনও রায় দেননি বিচারপতি। কীভাবে কী হবে তা এসএসসি-র উপর ছেড়ে দিতে হবে।”