মেওয়াটে ফের পাক গুপ্তচরবৃত্তি, ISI-র জন্য কাজের অভিযোগে গ্রেপ্তার আইনজীবী রিজওয়ান

November 27, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:১৫: হরিয়ানার নুহ জেলায় আবারও পাকিস্তানি গুপ্তচরবৃত্তির অভিযোগে এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার নুহ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় তদন্ত সংস্থার ইনপুটের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়। গ্রেপ্তার হওয়া আইনজীবীর নাম রিজওয়ান, তিনি খারকড়ি গ্রামের বাসিন্দা এবং গুরুগ্রাম আদালতে প্র্যাকটিস করতেন। এটি চলতি বছরে মেওয়াট অঞ্চলে পাকিস্তানের আইএসআই-এর সঙ্গে যুক্ত তৃতীয় গ্রেপ্তার।

পুলিশ সূত্র জানিয়েছে, রিজওয়ানকে দুই দিন আগে আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদের পর তার বিরুদ্ধে তাউরু সদর থানায় মামলা নথিভুক্ত করা হয়েছে। তদন্তকারীরা সন্দেহ করছেন, তিনি পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (ISI)-এর কাছে গুরুত্বপূর্ণ তথ্য পাঠাতেন।

তদন্তে আরও উঠে এসেছে, রিজওয়ানের মাধ্যমে হাওলা চ্যানেলে পাকিস্তান থেকে ভারতে কোটি টাকার লেনদেন হয়েছে, যা সন্ত্রাসবাদ, গুপ্তচরবৃত্তি ও মাদক পাচারে ব্যবহৃত হয়েছে বলে সন্দেহ। তার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তাওড়ু শাখার অ্যাকাউন্টে বেশ কয়েকটি বড় অঙ্কের লেনদেন ধরা পড়েছে। এছাড়া তিনি নিয়মিত পাঞ্জাবে যাতায়াত করতেন বলেও জানা গেছে।

তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা ১১৩ এবং ইউএপিএ-র ১৭ নম্বর ধারায় মামলা রুজু হয়েছে। আর্থিক লেনদেন থামাতে তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, গোটা নেটওয়ার্ক উদঘাটনে তল্লাশি ও প্রযুক্তিভিত্তিক তদন্ত চলছে।

উল্লেখ্য, চলতি বছরের মে মাসেই একই অভিযোগে মেওয়াটে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen