মেসি-শাহরুখ এক ফ্রেমে? ১৩ ডিসেম্বর যুবভারতীতে ফুটবল জাদুকরের সঙ্গে থাকতে পারেন কিং-খান!

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৪৫: ফুটবল জাদুকর আর বলিউডের বাদশা—একই মঞ্চে! বিশ্বের অন্যতম বড় তারকা লিওনেল মেসির ভারত সফরকে কেন্দ্র করে এখন উত্তেজনায় ফুটছে কলকাতা। আর সেই উত্তেজনা আরও চড়া হতে চলেছে, কারণ খবর মিলেছে—১৩ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির সঙ্গে থাকতে পারেন শাহরুখ খানও।
সূত্র অনুযায়ী, ইতিমধ্যেই শাহরুখের সঙ্গে আলোচনা এগিয়েছে এবং তিনি নাকি প্রাথমিক সম্মতি জানিয়েছেন। ফলে ‘গোট কনসার্ট’ হয়ে উঠতে চলেছে ফুটবল, বিনোদন ও তারকাখ্যাতির এক অসাধারণ সংমিশ্রণ।
১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভারতে থাকবেন মেসি। প্রথম ঠিকানা কলকাতা, তারপর যাবেন মুম্বই ও নয়াদিল্লি। প্রথমে ইডেনে অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও শেষমেশ এশিয়ার সেরা স্টেডিয়ামগুলির মধ্যে একটি—যুবভারতীতেই হবে এই মেগা ইভেন্ট। এরপর লেকটাউনে নিজের মূর্তি উন্মোচন, আরও একটি সেলিব্রেশন এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ—সবই রয়েছে সূচিতে।
এমনকি পরিকল্পনা রয়েছে—শাহরুখ ও মেসিকে একসঙ্গে হুডখোলা গাড়িতে মাঠ ঘোরানোর! যদিও দুই তারকার মধ্যে কথোপকথন হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। আয়োজকদের কাছে শাহরুখের একটি শর্তও এসেছে—তিনি মঞ্চে থাকলে আর কোনও বলিউড সেলিব্রিটিকে ডাকা যাবে না।
কলকাতা সফর শেষে মেসি যাবেন হায়দরাবাদ হয়ে মুম্বই—ব্রেবোর্ন স্টেডিয়ামে আরেক অনুষ্ঠান, প্যাডেল গোট কাপ এবং অবশেষে সাক্ষাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে।