সোশ্যাল মিডিয়ায় হেনস্থা, পুলিশের দ্বারস্থ ডোনা গঙ্গোপাধ্যায়
Authored By:
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৩৫: সোশ্যাল মিডিয়ায় অপমানজনক এবং অযাচিত মন্তব্যের শিকার হওয়ার অভিযোগ তুললেন এবার সৌরভ পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়। অনলাইনে তাঁকে উদ্দেশ্য করে বারবার করা কুরুচিকর মন্তব্য ও ব্যক্তিগত আক্রমণে বিরক্ত এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি অবশেষে আইনের দ্বারস্থ হন। ইতিমধ্যে ঠাকুর পুকুর থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন তিনি। অভিযোগপত্রের সঙ্গে অভিযুক্তদের করা ফেসবুক পোস্টের স্ক্রিনশটসহ একটি মোবাইল নম্বরও পুলিশের হাতে তুলে দিয়েছেন ডোনা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগ পাওয়া মাত্রই তদন্ত শুরু হয়েছে। ডোনা যে ফেসবুক পেজ ও নম্বর পুলিশের কাছে জমা দিয়েছেন, প্রথম পর্যায়ে সেগুলোর উপরেই নজরদারি করা হচ্ছে। সাইবার বিশেষজ্ঞদের সাহায্যে শনাক্ত করা হচ্ছে সংশ্লিষ্ট একাউন্টগুলোর প্রকৃত ব্যবহারকারী। দোষীদের গ্রেফতার করে আইনের মাধ্যমে কড়া শাস্তির দাবি জানিয়েছেন ডোনা গঙ্গোপাধ্যায়।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সেলেব্রিটিদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অপমান, গালিগালাজ এবং ব্যক্তিগত আক্রমণের প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েছে। কিছুদিন আগেই অভিনেতা কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজও একই ধরনের সাইবার বুলিংয়ের অভিযোগ দায়ের করেছিলেন। তাঁদের সন্তানকেও কুরুচিকর মন্তব্যের নিশানা বানানো হয়েছিল, যা তাঁদের গভীরভাবে আঘাত করেছিল।
সাইবার অপরাধ ঠেকাতে কড়া আইনের প্রয়োগ ও সাধারণ মানুষের সচেতনতাই এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রয়োজন — এমনটাই মত বিশেষজ্ঞদের।