মুখ্যমন্ত্রী ও সায়নীকে নিয়ে কুরুচিকর পোস্ট, গ্রেপ্তার বিজেপি নেতা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:১০: উত্তর ২৪ পরগনার খড়দহে গ্রেপ্তার বিজেপি (BJP) নেতা স্বপন গাইন (Swapan Gayen)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও সাংসদ সায়নী ঘোষকে (Saayoni Ghosh) নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্যের অভিযোগে বৃহস্পতিবার রাতে রহড়া থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। শুক্রবার আদালতে তোলা হয়েছে ধৃতকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, খড়দহের পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা স্বপন গাইন দীর্ঘদিন ধরেই সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী ও যাদবপুরের সাংসদ সায়নী ঘোষকে নিয়ে অশালীন মন্তব্য করছিলেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই শাসক দলের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তৃণমূল ছাত্র পরিষদের নেতারা রহড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ এবং শেষ পর্যন্ত গ্রেপ্তার করা হয় ওই বিজেপি নেতাকে।
ঘটনা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্ব এ বিষয়ে মুখ খুলতে নারাজ। তদন্তকারীরা ধৃতকে প্রাথমিকভাবে জেরা করেছেন, কেন তিনি এমন পোস্ট করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে।