বিপর্যয় মোকাবিলা খাতে বাংলার বকেয়ার দাবিতে সংসদীয় কমিটিতে সরব তৃণমূল সাংসদ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:০০: একশো দিনের কাজ, আবাস যোজনার পাশাপাশি বিপর্যয় মোকাবিলা খাতেও কেন্দ্রের বঞ্চার শিকার বাংলা। বৃহস্পতিবার বিপর্যয় মোকাবিলা খাতে বাংলার বকেয়া নিয়ে সংসদীয় কমিটিতে সরব হল বাংলা শাসকদল তৃণমূল কংগ্রেস। স্বরাষ্ট্র বিষয়ক স্থায়ী সংসদীয় কমিটির বৈঠকে বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত আলোচনায় সময়ে বাংলার প্রতি বঞ্চনা ও টাকা আটকে রাখা নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে সরব হয় তৃণমূল কংগ্রেস। তৃণমূলের রাজ্যসভার দলনেতা তথা সংশ্লিষ্ট কমিটির সদস্য ডেরেক ও’ব্রায়েন বিপর্যয় মোকাবিলা খাতে অন্যান্য রাজ্যের বকেয়া কত রয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন। বাংলার বকেয়ার বিস্তারিত তথ্যও তুলে ধরেন ডেরেক।
সূত্রের খবর, বিগত চার বছরে রাজ্যে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা খাতে বাংলার বকেয়া টাকার বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরেছেন ডেরেক। মোট বকেয়ার পরিমাণ ৫৩,৬৯৬ কোটি টাকা। ২০১৯ সালের ‘বুলবুল’ থেকে ২০২৪ সালের ‘ডানা’, একের পর এক ঘূর্ণিঝড়ে বিপর্যয় মোকাবিলা খাতে কেন্দ্রের কাছে বিপুল বকেয়া রয়েছে বাংলার। বন্যা নিয়ন্ত্রণ খাতে রাজ্যের বকেয়ার অঙ্ক ৪০৯ কোটি টাকা। বুলবুলের জন্য কেন্দ্রের কাছে বাংলার বকেয়ার অঙ্ক ৬৫১৮ কোটি টাকা। ২০২০ সালের আমফান সুপার সাইক্লোনের জন্য রাজ্যের বকেয়া ৩২,৭৬৮ কোটি টাকা। ২০২১ সালের সাইক্লোন ইয়াসের জন্য বাংলার বকেয়া ৪,২২২ কোটি টাকা। ২০২৪ সালের ডানার জন্য ১,৬৮৫ কোটি টাকা বকেয়া রয়েছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে বন্যা, ভূমিক্ষয় এবং ধ্বসের খাতে রাজ্যের বকেয়ার অঙ্ক ৪,২৩৩ কোটি টাকা। ২০২১ সালের জুলাই ও সেপ্টেম্বরে উত্তরবঙ্গে বন্যার জন্য রাজ্যের বকেয়ার অঙ্ক ১,২২৮ কোটি এবং ১৪০২ কোটি টাকা।
বিপর্যয় মোকাবিলা খাতে বাংলার বকেয়া ৫৩,৬৯৬ কোটি টাকা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের ভাবনা, পরিকল্পনা ও সিদ্ধান্ত জানতে চান তৃণমূল সাংসদ। বৈঠকে অন্ধ্রপ্রদেশ, উত্তরাখণ্ড, ওড়িশা, কেরল, হিমাচল প্রদেশের মতো রাজ্যকে ডাকা হলেও, বাংলাকে ডাকা হয়নি। বৈঠকে সংশ্লিষ্ট রাজ্যগুলির কয়েকজন মুখ্যসচিব এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। ডেরেকের দেওয়া তথ্য পরিসংখ্যানের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রকের থেকে জবাব তলব করেছেন কমিটির চেয়ারম্যান রাধামোহন দাস আগরওয়াল। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ফের এই কমিটির বৈঠকে জবাব জানাতে বলেছেন কমিটির চেয়ারম্যান।