রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকে ৫৬.৪৪ কোটির জিএসটি জরিমানা, সিদ্ধান্তের বিরুদ্ধে আর্জি জানাবে সংস্থা

November 29, 2025 | < 1 min read

Authored By:

Ritam Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:২৫: মুকেশ আম্বানির নেতৃত্বাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকে আহমেদাবাদের কেন্দ্রীয় জিএসটি দপ্তরের যুগ্ম কমিশনারের তরফ থেকে ৫৬.৪৪ কোটি টাকার জরিমানা করা হয়েছে। সংস্থাকে এটি জানানো হয়েছে ২৫শে নভেম্বর, যেখানে তাদের ইনপুট কর ছাড়কে ভুল হিসেবে গণ্য করার নির্দেশ দেওয়া হয়েছে।

রিলায়েন্স জানিয়েছে, ২৭শে নভেম্বর সকাল ১১:০৪-এ ইমেলের মাধ্যমে তারা এই নির্দেশ পেয়েছে এবং সিদ্ধান্তের বিরুদ্ধে আর্জি জানানোর প্রস্তুতি শুরু হয়েছে।

কেন্দ্রীয় পণ্য ও পরিষেবা কর আইন, ২০১৭ এবং গুজরাত পণ্য ও পরিষেবা কর আইন, ২০১৭, উভয় ক্ষেত্রেই ধারা ৭৪ অনুসারে এই জরিমানা আরোপ করা হয়েছে বলে জানানো হয়েছে। রিলায়েন্সের তরফে আরও বলা হয়েছে, আর্থিক ক্ষতির পরিমাণ কেবল জরিমানার অঙ্ক পর্যন্তই সীমাবদ্ধ এবং এই সিদ্ধান্ত তাদের দৈনন্দিন কার্যক্রম বা অন্যান্য ব্যবসায়িক কাজে কোনও প্রভাব ফেলবে না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen