সানি-ববির অনুষ্ঠিত ধর্মেন্দ্রর স্মরণসভায় অনুপস্থিত হেমা, তবে কি পরিবারে দূরত্ব বাড়ছে?

November 29, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:০০: একের পর এক প্রশ্ন আর গুঞ্জন ঘিরে ফেলেছে দেওল পরিবারকে। বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর পর তার স্মরণে আয়োজিত প্রার্থনা সভা ঘিরেই শুরু বিতর্ক। সানি দিওল এবং ববি দিওল তাঁদের বাবার স্মৃতিচারণে একটি প্রার্থনা সভার আয়োজন করেছিলেন। সেখানে হাজির ছিলেন শাহরুখ খান, সালমান খান, ঐশ্বর্য রাই বচ্চন, অভিষেক বচ্চন, সিদার্থ মালহোত্রা, অভয় দিওলসহ বলিউডের বহু তারকা। তবে নজরে পড়ে পরিবারে অনুপস্থিত কিছু মুখ—হেমা মালিনী, ইশা দিওল এবং আহনা দিওল।

এই অনুপস্থিতিতেই জল্পনা তুঙ্গে। কারণ একই সময়ে হেমা মালিনীর বাড়িতেও অনুষ্ঠিত হচ্ছিল আরেকটি প্রার্থনা অনুষ্ঠান—‘ভজন সন্ধ্যা’। সেখানেও উপস্থিত ছিলেন পরিবারের ঘনিষ্ঠজন এবং শুভাকাঙ্ক্ষীরা। দেখা মিলেছে সুনীতা অহুজা এবং তার ছেলে ইয়শবর্ধন, অভিনেত্রী মধু ও ইশা দিওলের প্রাক্তন স্বামী ভরৎ তক্তানির।

ধর্মেন্দ্রর দুই পরিবারের দুই আলাদা প্রার্থনা সভা স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছে—দেওল পরিবারে তবে কি সব ঠিক আছে? তবে ঘনিষ্ঠ মহলের দাবি, এটি শুধুই আচার ও প্রথার বিষয়। ধর্মেন্দ্র তার প্রথম স্ত্রী প্রকাশ কৌর, দুই ছেলে সানি ও ববি এবং দুই মেয়ে অজেতা ও বিজেতাকে রেখে গিয়েছেন। পাশাপাশি রয়েছেন দ্বিতীয় স্ত্রী হেমা মালিনী এবং তাঁদের দুই মেয়ে ইশা ও আহনা।

৮৯ বছরে শেষ নিঃশ্বাস ত্যাগ করা বলিউড কিংবদন্তির বিদায়ে তারার মেলা বসলেও, পরিবারিক দূরত্বই যেন সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen