সমলিঙ্গ বিবাহ নিয়ে কেন্দ্রকে নোটিশ কোর্টের
একই সাথে নোটিশ দেওয়া হল নিউইয়র্কের ভারতীয় কনসাল জেনারেলকে। এই একই প্রশ্নে ফরেন ম্যারেজ আইনেও কেন এই বিবাহ করা যাবে না, প্রশ্ন আদালতের।
Authored By:

আজ দিল্লি হাইকোর্ট কেন্দ্রীয় সরকারকে নোটিশ দিয়ে জানতে চাইলো স্পেশাল ম্যারেজ আইন অনুযায়ী দুইজন সমলিঙ্গের ভারতবাসী কেন বিবাহ করতে পারবেন না।
একই সাথে নোটিশ দেওয়া হল নিউইয়র্কের ভারতীয় কনসাল জেনারেলকে। এই একই প্রশ্নে ফরেন ম্যারেজ আইনেও কেন এই বিবাহ করা যাবে না, প্রশ্ন আদালতের।
আজ দুটি ভিন্ন কেসে সমলিঙ্গ বিয়ের আবেদনের শুনানির ভিত্তিতে হাইকোর্ট এই নোটিশ জারি করলো।
একই সাথে হাইকোর্ট জানায় যে এই মামলা শুধু মাত্র দুই ব্যক্তির ব্যক্তিগত মামলা হিসাবে দেখা যাবে না। এটি ভারতীয়দের নাগরিক অধিকারের প্রশ্ন।
এই কেসের পরবর্তী শুনানি জানুয়ারি মাসের আট তারিখ।