SIR-র চাপে যোগীরাজ্যে আত্মঘাতী BLO, সুইসাইড নোটে মিলল বিস্ফোরক অভিযোগ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৩৪: SIR-র মাত্রাতিরিক্ত কাজের চাপে আরও BLO আত্মহত্যা করলেন। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। রবিবার সকালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ৪৫ বছরের সর্বেশ সিং। পেশায় শিক্ষক সর্বেশ উত্তরপ্রদেশের মুরাদাবাদের বাসিন্দা। তিনি BLO-র দায়িত্ব পালন করছিলেন। মৃত্যুর পর তাঁর পকেট থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। তাতে SIR-র প্রবল কাজের চাপের অভিযোগ করেছেন সর্বেশ। তিনি লিখেছেন, ‘বাঁচতে চাই, কিন্তু উপায় নেই।’
জানা গিয়েছে, জাহিদপুরের এক স্কুলে শিক্ষকতা করতেন তিনি। সর্বেশের ভাই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই মনমরা দেখাচ্ছিল তাঁর দাদাকে। প্রবল কাজের চাপের কথাও বলতেন তিনি। শনিবার রাতে বা শুক্রবার খুব ভোরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন তিনি। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ জানিয়েছে, মৃতদেহের পকেট থেকে ৩ পাতার সুইসাইড নোট উদ্ধার হয়েছে।
সুইসাইড নোটে মৃত BLO লিখেছেন, ‘‘রাতদিন কাজ করতে হচ্ছে। তাতেও এসআইআরের টার্গেট পূরণ হচ্ছে না। অত্যন্ত দুশ্চিন্তা নিয়ে রাত কাটছে। মাত্র ২-৩ ঘণ্টা ঘুমনোর সময় পাচ্ছি। বাড়িতে ৪ মেয়ে। যাদের মধ্যে দু’জন অসুস্থ। আমি বেঁচে থাকতে চাই কিন্তু উপায় নেই। দমবন্ধকর পরিস্থিতি। সর্বক্ষণ ভয়ে ভয়ে থাকতে হচ্ছে। আমার ৪ মেয়ের যত্ন নিয়ো। হাতে সময় বেশি থাকলে হয়ত এই কাজ শেষ করতে পারতাম, কিন্তু যে সময় দেওয়া হয়েছে তা আমার জন্য পর্যাপ্ত নয়। কারণ আমি এই প্রথমবার বিএলও হয়েছি।’’ একের পর এক রাজ্যে BLO-র মৃত্যু হচ্ছে। ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশে SIR-র কাজের চাপে এখনও পর্যন্ত ৭ জন BLO-র মৃত্যু হয়েছে বলে অভিযোগ। যার মধ্যে ৩ জন আত্মঘাতী হয়েছেন বলে খবর।