SIR-র কাজের চাপের জের, উত্তরপ্রদেশ ও রাজস্থানে আরও দুই BLO-র মৃত্যু

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:২২: SIR-র কাজে নিযুক্ত বুথ স্তরের অধিকারিকদের যেন মৃত্যু মিছিল চলছে। একের পর এক BLO-র মৃত্যু হচ্ছে। কেউ কেউ আত্মঘাতী হচ্ছেন। অভিযোগের তীর SIR সংক্রান্ত অতিরিক্ত কাজের চাপের বিরুদ্ধে।
বাড়িতে ছেলের বিয়ের প্রস্তুতি চলছিল, সঙ্গে সঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজও করছিলেন গভীর রাত পর্যন্ত জেগে। এরই মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল উত্তরপ্রদেশের BLO-র।
মৃতের নাম শোভারানি। তিনি পেশায় অঙ্গনওয়াড়ি কর্মী। উত্তরপ্রদেশের বিজনৌরের বাসিন্দা ৫৬ বছরের শোভারানি ধামপুর এলাকায় BLO হিসাবে কাজ করছিলেন। ডায়াবেটিস সহ শারীরিক কিছু সমস্যাও ছিল তাঁর। SIR-র কাজও করতে হচ্ছিল তাঁকে। শুক্রবার অনেক রাত পর্যন্ত জেগে ফর্ম আপলোড করছিলেন তিনি। পরিবারের দাবি, কাজ চলাকালীন গভীর রাতে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করতে শুরু করেন তিনি। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতে মৃত্যু হয় তাঁর।
বাড়িতে বসে SIR-র কাজ করাকালীন রাজস্থানে এক BLO-র মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। রাজস্থানের ঢোলপুরে বাড়িতে বসে ফর্ম আপলোড করতে করতে মৃত্যু হয় ৪২ বছর বয়সি ওই BLO-র। জানা গিয়েছে, মৃতের নাম অনুজ গর্গ। শনিবার রাতে ফর্ম আপলোড করছিলেন। পেশায় স্কুলশিক্ষক অনুজ গোশালা সেক্টরে BLO হিসাবে নিযুক্ত ছিলেন। পরিবারের অভিযোগ, কাজের অত্যধিক চাপ আসছিল অনুজের উপর। মৃতের বোন বন্দনা জানান, প্রায় রোজ রাত জেগে কাজ করতে হত অনুজকে। তাঁর উপর কাজে অত্যধিক চাপ ছিল। শনিবার রাতে চা খেতে চেয়েছিলেন অনুজ। চা বানিয়ে আনার আগেই মৃত্যু হয় তাঁর। তাঁর দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।