ঐতিহাসিক জয়! এশিয়ান কাপে জায়গা করে নিল ভারতের অনূর্ধ্ব-১৭ দল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:০০: আহমেদাবাদের ইকেএ এরিনায় রোববার রাতে ইতিহাস লিখল ভারতীয় অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। ইরানের বিরুদ্ধে গ্রুপ ডিসাইডার ম্যাচে ২-১ গোলে দুর্দান্ত জয়ের মধ্য দিয়ে ভারত নিশ্চিত করল ২০২৬ সালের সৌদি আরবে হতে যাওয়া এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের টিকিট।
লেবাননের বিরুদ্ধে ০-২ হারের পরে ভারতের সামনে পথ ছিল কঠিন। তার উপর ম্যাচের শুরুতেই ১৯ মিনিটে ইরানের গোল— সব মিলিয়ে ম্যাচের গতি তখন ইরানের দিকেই। কিন্তু ঘরের দর্শকদের সামনে অবিশ্বাস্য লড়াই দেখাল ভারতীয় ছেলেরা। সমতা ফেরানোর পর ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নেয় ভারতই, এবং শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে নেয়।
এই জয়ের মাধ্যমে ভারতের পয়েন্ট দাঁড়াল ৭— ইরানের সমান। তবে হেড-টু-হেডে এগিয়ে থাকায় গ্রুপ ডি–র শীর্ষে থেকে কোয়ালিফাই করল ভারত।
অন্যদিকে দুর্ভাগ্য লেবাননের। ভারত ও ইরানকে হারিয়েও প্যালেস্টাইন ও চাইনিজ তাইপের বিরুদ্ধে পয়েন্ট হারানোর খেসারত দিতে হল তাদের। ছয় পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে বিদায় নিল তারা। পাঁচ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে প্যালেস্টাইন এবং মাত্র এক পয়েন্ট পাওয়া চাইনিজ তাইপে গ্রুপের তলানিতে।
ভারতের এই জয় শুধু কোয়ালিফিকেশন নয়— ভবিষ্যৎ ভারতীয় ফুটবলের নতুন স্বপ্ন। এবার নজর সৌদি আরবে এশিয়ান কাপের মঞ্চে।