এইডসের বিরুদ্ধে বড় জয়! দেশে সংক্রমণ প্রায় অর্ধেক কমলো ১৪ বছরে

December 1, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৪৯: ভারতে এইচআইভি সংক্রমণ নিয়ন্ত্রণে এ বার বড় মাইলফলক। ‘বিশ্ব এইডস দিবস ২০২৫’-এর ঠিক আগেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, দেশে গত দেড় দশকে প্রায় অর্ধেক কমেছে এইচআইভি ছড়ানোর হার।

২০১০ থেকে ২০২৪— এই ১৪ বছরে সংক্রমণ কমেছে প্রায় ৪৯ শতাংশ এবং একই সময়ে ৮১ শতাংশ কমেছে এইডস-জনিত মৃত্যু। বিশেষজ্ঞদের মতে, এই সাফল্য শুধু চিকিৎসা নয়— সচেতনতা, স্ক্রিনিং এবং দ্রুত চিকিৎসার ফল।

সরকারি তথ্য অনুযায়ী, গর্ভবতী মহিলাদের টার্গেটেড স্ক্রিনিংয়ে বড় সাফল্য এসেছে। মা থেকে শিশুর মধ্যে সংক্রমণ কমেছে ৭৫ শতাংশ।

২০২০-২১ সালে দেশে এইচআইভি পরীক্ষা হয়েছিল ৪১.৩ মিলিয়ন। ২০২৪-২৫ সালে সেই সংখ্যাই বেড়ে দাঁড়িয়েছে ৬৬.২ মিলিয়ন। অর্থাৎ আরও বেশি মানুষ দ্রুত রোগ শনাক্তের সুযোগ পেয়েছেন। পাশাপাশি, অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি (ART)-র আওতায় চিকিৎসাধীন মানুষের সংখ্যা বেড়ে ১.৪৯ মিলিয়ন থেকে ১.৮৬ মিলিয়ন-এ পৌঁছেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র মতে, এইচআইভি প্রথম দিকে শনাক্ত করা গেলে তা সবচেয়ে সহজে নিয়ন্ত্রণ করা সম্ভব। নিয়মিত পরীক্ষা, ভাইরাল লোড মনিটরিং এবং সময়মতো এআরটি শুরু করা— এগুলোই সংক্রমণ কমানোর মূল অস্ত্র।

যদিও এখনও এই রোগের স্থায়ী প্রতিষেধক নেই, তবে সরকারি উদ্যোগ, চিকিৎসা পরিকাঠামো এবং গবেষণার অগ্রগতিতে আশার আলো দেখছেন বিশেষজ্ঞরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen