রেকর্ড বুকিং, রণবীর সিংহ অভিনীত ‘ধুরন্ধর’ মুক্তির আগেই দুর্মূল্য টিকিট!

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৫১: রণবীর সিংহ ফের আলোচনায়। আর তার কারণ তাঁর আগামী ছবি ‘ধুরন্ধর’। বলিউডে বহুদিন ধরে বড় সাফল্যের মুখ দেখেননি রণবীর। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছিল একমাত্র ব্যতিক্রম। এ বার ‘ধুরন্ধর’ কি বদলে দেবে তাঁর ভাগ্য? মুক্তির আগে থেকেই এমন প্রশ্ন ঘুরছে ফিল্মি মহলে।
৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসছে এই ছবি। আর তার আগেই শুরু হয়েছে অগ্রিম বুকিংয়ের ঝড়। টিকিটের দাম যেন আকাশ ছুঁয়েছে। মুম্বইয়ের মাল্টিপ্লেক্সে টিকিট ২ হাজার টাকার কাছাকাছি বিকোচ্ছে, সঙ্গে কর আলাদা। দাম বেশি হলেও বিক্রি থামছে না। কলকাতাতেও বেশ কিছু প্রেক্ষাগৃহে টিকিট প্রায় ৫৭৫ টাকা। খবর, বুকিং থেকেই ইতিমধ্যেই কোটির উপরে আয় করেছে ‘ধুরন্ধর’। দিল্লিতে বিক্রি হয়েছে প্রায় ১১ লক্ষ টিকিট, মুম্বইয়ে প্রায় সাড়ে চার লক্ষ।
ছবিটি কেন্দ্র করে বিতর্কও কম নয়। পরিচালক আদিত্য ধরের বিরুদ্ধে অভিযোগ, ছবির কিছু অংশ মেজর মোহিত শর্মার জীবনের উপর ভিত্তি করে বানানো, অথচ পরিবারের অনুমতি নেওয়া হয়নি। যদিও পরিচালক সেই দাবি উড়িয়ে দিয়েছেন।
‘পাঠান’, ‘জওয়ান’, ‘আরআরআর’ বা ‘পুষ্পা’— এই সব ছবির মতোই দর্শকের মধ্যে তাত্পর্য দেখা যাচ্ছে। এখন দেখার, বড়সড় প্রত্যাশা কি সত্যিই পূরণ করতে পারে ‘ধুরন্ধর’।