দূরপাল্লার সব ট্রেনে বসছে CCTV, উদ্যোগ রেলের

December 1, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:০০:  যাত্রী নিরাপত্তায় বড় পদক্ষেপ! দূরপাল্লার ট্রেনে এবার বসছে সিসিটিভি ক্যামেরা। উদ্যোগ নিল রেল কর্তৃপক্ষ। আরপিএফ (RPF) সূত্রে জানা গিয়েছে, আগামী ছয় মাসের মধ্যেই দক্ষিণ-পূর্ব রেলওয়ের খড়গপুর ডিভিশনের অধীনে থাকা প্রতিটি দূরপাল্লার ট্রেনের কামরায় সিসিটিভি ক্যামেরা বসানো হবে। ইতিমধ্যেই সাঁতরাগাছি রেল কোচ ডিপোতে এই কাজ শুরু হয়েছে। নতুন তৈরি হওয়া এলএইচবি (LHB) ও আইসিএফ (ICF) কোচগুলিতেও ক্যামেরা বসানো হচ্ছে।

প্রাথমিকভাবে প্রতিটি কামরায় চারটি করে ক্যামেরা বসানো হবে। আরপিএফের দাবি, এর ফলে ট্রেনের ভিতরে যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনার উপর নজরদারি করা সহজ হবে এবং দুষ্কৃতীদের চিহ্নিত করাও সম্ভব হবে। পর্যাপ্ত বাহিনীর অভাবে অধিকাংশ ট্রেনে এসকর্ট দিতে না পারায় যাত্রী নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। গত সপ্তাহে ধৌলি এক্সপ্রেসে ছিনতাইয়ের সময় বাধা দিতে গিয়ে গুরুতর জখম হন এক মহিলা যাত্রী, সুরমা হাজরা। চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে তাঁর হাত খোয়াতে হয়। এই ঘটনার পর থেকেই নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

খড়গপুর ডিভিশনের সিনিয়র ডিভিশনাল সিকিউরিটি কমিশনার প্রকাশকুমার পান্ডা বলেন, “সব ট্রেনে কর্মীর অভাবে এসকর্ট দেওয়া যায় না। তাই দূরপাল্লার ট্রেনগুলির কামরার ভিতরে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে। রেল বোর্ডের লক্ষ্য, আগামী ছয় মাসের মধ্যে কাজ শেষ করা।”

রেলসূত্রে জানা গিয়েছে, মাস চারেক আগে রেল বোর্ডের পক্ষ থেকে নির্দেশিকা জারি হয়েছিল। তাতে বলা হয়েছে, দেশের প্রতিটি ট্রেনের কামরায় সিসিটিভি ক্যামেরা বসানো হবে। দেশজুড়ে মোট ৭৪ হাজার ট্রেনের কামরায় ক্যামেরা বসানোর পরিকল্পনা রয়েছে। শুধু দূরপাল্লার ট্রেন নয়, ভবিষ্যতে লোকাল ট্রেনেও ক্যামেরা বসানো হবে। কারণ লোকাল ট্রেনে আরপিএফের (RPF) এসকর্ট থাকে না বললেই চলে। ফলে যাত্রীদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা থেকেই যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen