খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ‘উদ্বেগ’ প্রকাশ মোদীর, কৌতূহল তৈরি হয়েছে কূটনৈতিক মহলে

December 1, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২৩:০৮: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি-র চেয়ারপার্সন খালেদা জিয়ার (Khaleda Zia) শারীরিক অবস্থা নিয়ে সোমবার ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার রাতে হঠাৎ এক্স হ্যান্ডেলে এক বার্তায় প্রধানমন্ত্রী মোদী খালেদা জিয়ার দীর্ঘদিনের জনজীবনের অবদানের কথা উল্লেখ করে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন। একইসঙ্গে দিল্লির পক্ষ থেকে সবরকম সহায়তা দেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

গত এক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া। সোমবার সংবাদমাধ্যমকে বিএনপি-র ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেন, ‘খালেদা জিয়া খুব ক্রিটিক্যাল কন্ডিশনে (অত্যন্ত জটিল অবস্থায়) চলে গিয়েছেন।’ রবিবার রাত থেকেই বিএনপি নেত্রীর শারীরিক পরিস্থিতি আরও জটিল হয় বলে জানান তিনি। দেশবাসীর কাছে চান দোয়াও। জানা গিয়েছে, খালেদা জিয়ার ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে। এ ছাড়াও রয়েছে একাধিক শারীরিক সমস্যাও। তিনি আপাতত ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন।

এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন,“বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতির খবর জানতে পেরে আমি গভীরভাবে উদ্বিগ্ন। বহু বছর ধরে তিনি বাংলাদেশের জনজীবনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনায় আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভেচ্ছা রইল। আমরা যেভাবে পারি, যে কোনও ধরনের সাহায্য করতে ভারত প্রস্তুত”।

গত বছরে বাংলাদেশে হাসিনা সরকারের পতন হয়। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপাতত ভারতে রয়েছেন। ইতিমধ্যেই হাসিনাকে ফেরত চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তবে শুধুমাত্র হাসিনাকে ফেরত পাঠানোর উপরে ঢাকা-দিল্লির সম্পর্ক নির্ভর করছে না, সম্প্রতি প্রকারান্তে এই বার্তাই দিয়েছেন বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন। ফলে বর্তমান পরিস্থিতিতে মোদীর আজকের এই বার্তা দু’দেশেই রাজনৈতিক ও কূটনৈতিক মহলে কৌতূহল তৈরি করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen