ভারত সফরে আসছেন পুতিন, কোন কোন বিষয়ে আলোচনা হতে পারে মোদী-রুশ প্রেসিডেন্টের?

December 2, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৩০: ভারত সফর আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী ৪-৫ ডিসেম্বর ভারতে থাকবেন পুতিন। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে রুশ প্রেসিডেন্টের বৈঠকে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে আলোচনা হবে। এস-৪০০ নিয়ে নয়া চুক্তির বিষয়ে কথা হবে বলেও শোনা যাচ্ছে।

আসন্ন শীর্ষ সম্মেলনে ভারত ও রাশিয়া বিভিন্ন প্রতিরক্ষা প্রকল্পে নতুন করে সহযোগিতার বিষয়ে আলোচনা হতে পারে। ভারতীয় বিমান বাহিনীকে আরও দুই থেকে তিনটি এস-৪০০ সরবরাহের বিষয়ে প্রস্তাব করতে পারে মস্কো। আগেই জানা গিয়েছিল, ডিসেম্বর মাসের চার এবং পাঁচ তারিখ ভারতে আসবেন রুশ প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে আসছেন তিনি। ভারতের বিদেশমন্ত্রক পুতিনের সফরের কথা নিশ্চিত করেছে। নয়া দিল্লি ও মস্কোর মধ্যে বার্ষিক সম্মেলনে তিনি যোগ দেবেন। মোদীর সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক হবে তাঁর।

নভেম্বরেই জল্পনা ছড়িয়েছিল যে, পুতিন ভারত সফরে আসতে পারেন। রাশিয়ার প্রশাসনিক দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমাত্রি পেসকভ জানিয়েছিলেন, “শীঘ্রই ভারত সফরে যাবেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।” অক্টোবরে ব্রিকস সম্মেলনে যোগ দিতে রাশিয়া গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জুলাইতে ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে মস্কো যান তিনি। এবার ভারতে আসছেন পুতিন। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ নিয়েও দুই রাষ্ট্রপ্রধানের আলোচনার সম্ভাবনা রয়েছে বলে খবর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen