সন্তানদের নয়! নিজের সম্পত্তি কাদের দিয়ে গেলেন ধর্মেন্দ্র?

December 2, 2025 | < 1 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫.০০: বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র দেওল প্রয়াত হওয়ার আগেই তাঁর সম্পত্তি নিয়ে কার্যত ঘোষণা করে ফেলেছিলেন ভবিষ্যৎ পরিকল্পনা। খামারবাড়ি, রিসর্ট, রেস্তরাঁ—মোটামুটি বিপুল সম্পদ ছিল তাঁর নামে। প্রথমে গুঞ্জন ছড়ায়, তিনি নাকি তাঁর চার মেয়ে—অজেতা, বিজয়েতা, ঈশা, অহনা এবং দুই ছেলে সানি ও ববিকে সম্পত্তির বড় অংশ থেকে বঞ্চিত করেছেন। কিন্তু সূত্র বলছে, বাস্তবতা তা নয়।

তবু একটি সিদ্ধান্ত সকলকে অবাক করেছে—ধর্মেন্দ্র তাঁর পৈতৃক জমি দান করে দিয়েছেন গ্রামে থাকা কাকা-জ্যাঠার নাতিপুতিদের। মূল্য? আনুমানিক পাঁচ কোটি টাকারও বেশি! কেন এই পদক্ষেপ?

তাঁর অতীতেই লুকিয়ে আছে উত্তর। ক্যারিয়ারের জোয়ারে যখন ছবির পর ছবি করছেন, তখন শুটিং ব্যস্ততায় গ্রামের জমিজমার দেখভাল অসম্ভব হয়ে ওঠে। ফলে ধর্মেন্দ্র মনে করেন, পরিবারের যাঁরা এখনও গ্রামে আছেন, তাঁরাই জমি আগলে রাখতে পারবেন। আর সেই ভাবনা থেকে এই সিদ্ধান্ত।

মৃত্যুর পরেও তাঁর মানবিকতা নিয়েই আলোচনা বেশি—খ্যাতির চূড়ায় থেকেও নিজের শিকড়কে ভুলে যাননি তিনি। গ্রামের লোকেরা আজও মনে করেন, ধর্মেন্দ্র শুধু তারকা নন, ছিলেন এক মাটির মানুষ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen