SIR আতঙ্কে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা মমতার
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:০০: SIR-কে কেন্দ্র করে বাংলায় রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। দেশছাড়া হওয়ার ভয়ে আত্মহত্যার অভিযোগ উঠছে। আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খবরও প্রকাশ্যে এসেছে। SIR আতঙ্কে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অসুস্থদেরও আর্থিক সাহায্য করা হবে বলে জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। আর্থিক ক্ষতিপূরণ প্রসঙ্গে মমতা বলেন,
“দুর্ঘটনায় মৃত্যুতে যদি সাহায্য করা হয় এখন কেন করব না? মনে রাখতে হবে, মেয়েরা সংসার সামলায়, সরকারও।”
বাংলা সহ বারো রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে চলছে SIR অর্থাৎ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ। ২০০২ সালের ভোটার লিস্টে নিজের বা পরিবারের কারও নাম থাকলেও চিন্তার কোনও কারণ নেই। কিন্তু আম জনতার মনে বহু প্রশ্ন, ভয় আর আতঙ্ক কাটার নাম নেই! SIR আতঙ্কে শুরু হয়েছে মৃত্যু মিছিল। একের পর এক মানুষের আত্মঘাতী হওয়ার অভিযোগ উঠেছে। মারা যাচ্ছেন BLO-রাও। অনেকে কাজের চাপে অসুস্থও হয়ে পড়েছেন।
তাঁদের নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, “৩৯ জন রাজ্যবাসীর আতঙ্কে মৃত্যু হয়েছে। BLO-সহ ১৩ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে দেওয়া হবে। অসুস্থরা পাবেন ১ লক্ষ টাকা। মৃত ২ BLO-র পরিবার ২ লক্ষ টাকা নিয়েছে। ১ জন বাকি আছে। তাঁরা চাইলে নিয়ে যেতে পারেন।”