মালদহে মমতা, রায়পুরে আজই কি সিরিজের ফয়সালা, সংসদে অধিবেশন, আজ নজর কোন কোন খবরে?
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৩৭:
গাজোলে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়
SIR আবহে জেলা সফর শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর ২৪ পরগনার বনগাঁর পর SIR বিরোধী আন্দোলনের তীব্রতা বাড়াতে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় কর্মসূচি হতে চলেছে জেলায়। আজ, বুধবার মালদহের গাজোলে জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো। কী বার্তা দেন দলনেত্রী, সে খবরে নজর থাকবে।
রায়পুরে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় ODI
আজ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় এক দিনের ম্যাচ। প্রথম ম্যাচে শতরান করে ভারতকে জিতিয়েছেন বিরাট কোহলি। তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে ভারত। আজ রায়পুরে জিতলেই সিরিজ জিতবেন রাহুলরা। খেলা শুরু দুপুর ১:৩০ থেকে। সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
শীতকালীন অধিবেশনের তৃতীয় দিন
সোমবার থেকে শুরু হয়েছে শীতকালীন অধিবেশন। আজ তৃতীয় দিন। মঙ্গলবার SIR সংক্রান্ত হট্টগোলে দফায় দফায় মুলতুবি হয়েছে সংসদের উভয় কক্ষের অধিবেশন। আজ সকালে সংসদে বিরোধী শিবিরের বৈঠক হওয়ার কথা। সংসদ অধিবেশনের যাবতীয় খবরে নজর থাকবে।
প্রাথমিক নিয়োগ মামলার রায় ঘোষণা
আজ রাজ্যে প্রাথমিক নিয়োগ মামলার রায় আজ ঘোষণা করবে কলকাতা হাই কোর্ট। দুপুর ২টোয় হবে রায় ঘোষণা। প্রাথমিকের ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল করে দিয়েছিলেন হাই কোর্টের তদানিন্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়। বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ আজ এই মামলার রায় ঘোষণা করবে।
সোনালি খাতুন মামলা
বাংলাদেশে জোর করে ডিপোর্ট করা হয়েছিল সোনালি খাতুন সহ ছয় ভারতীয় নাগরিককে। আজ সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি রয়েছে। আদলত তাঁদের প্রত্যাবর্তনের নির্দেশ দিয়েছিল। বাংলাদেশের আদালত ছ’জনকেই জামিন দিয়েছে। তাঁরা বর্তমানে নিরাপদ হেপাজতে আছেন।
এবার ভারতে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হচ্ছে।
ISL জট কাটবে কি?
আইএসএল জট কাটতে পারে। আজ ক্লাবগুলিকে নিয়ে বৈঠকে বসার কথা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর। বৈঠকে থাকবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ফুটবলপ্রেমীরা জট কাটার অপেক্ষায়।