মমতা-অভিষেককে ধন্যবাদ, কেন্দ্রের বিরুদ্ধের ক্ষোভ উগরে দিচ্ছেন ন’মাসের অন্তঃসত্ত্বা সোনালি

December 3, 2025 | < 1 min read

Authored By:

Saikat Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:১৫:  কোনও কথা না-শুনে জোর করে ডিপোর্ট করে দেওয়া হয়েছিল। দেশে ফেরানোর নির্দেশ দিয়েছে ভারতের শীর্ষ আদালত, বাংলাদেশের আদালতও জামিন দিয়েছে। কিন্তু অদ্যাবধি ভারত সরকার তাঁদের সঙ্গে কোনও যোগাযোগ করেনি, এমনটাই অভিযোগ সোনালি খাতুনের। কেন্দ্র সরকারের কাছে তাঁর কাতর আর্জি, “যত দ্রুত সম্ভব ভারতে ফেরানো হোক। আমার সন্তান যেন ভারতে জন্মগ্রহণ করে।” পাশে থাকার জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান সোনালি। তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা পরিযায়ী শ্রমিক উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সামিরুল ইসলামকেও তিনি ধন্যবাদ দিচ্ছেন।

সোনালি খাতুনের আর্জি, তিনি গর্ভবতী। তাঁদের তাড়াতাড়ি দেশে ফেরানোর ব্যবস্থা করা হোক। সোনালির কথায়, “আমরা কী অপরাধ করেছি যে, আমাদের বাংলাদেশে ঠেলে দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। ভারত সরকারকে হাত জোড় করে অনুরোধ করছি, তাড়াতাড়ি আমাদের দেশে ফেরান। আমি ন’মাসের অন্তঃসত্ত্বা।”

জানা গিয়েছে, বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে ফারুক আলির বাড়িতে আছেন তাঁরা। ফারুক আলির দায়িত্বে, হেপাজতে আছেন। বিষয়টি পর্যবক্ষণ করছেন জুডিশিয়াল কোর্টের অ্যাডভোকেট শরিফ এনায়েতুল্লাহ এবং স্থানীয় ব্যক্তি মিনাজ ইসলাম। সোমবার চাঁপাইনবাবগঞ্জের আদালত সোনালিদের জামিন দেয়। সোমবার বাড়িতে খাওয়াদাওয়ার পর রাতে থানায় থাকার ব্যবস্থা করা হয়। মঙ্গলবার সকালে বাড়ি ফিরে আসেন। সবাই এখন ভাল আছেন বলে জানা যাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen