Howrah Train Accident: দুই ঘণ্টা ধরে রেললাইনে কাতরালেন আহত মহিলা, রেলের নিষ্ক্রিয়তায় ক্ষোভ
Authored By:

বুধবার সকাল ৯টা ২০ মিনিট নাগাদ আমতা থেকে হাওড়ার উদ্দেশে দক্ষিণ পূর্ব রেলের (South Eastern Railway) একটি ট্রেন ছাড়ে। মাজু ও মহেন্দ্রলাল স্টেশনের মাঝপথে অসাবধানতাবশত মানসিক ভারসাম্যহীন এক মহিলা ট্রেন থেকে পড়ে যান। যাত্রীদের হইচই শুনে ট্রেন থামান চালক। কেবিন থেকে বেরিয়ে ঘটনাটি দেখেন তিনি। কিন্তু আহত মহিলাকে উদ্ধার না করে ট্রেন ছেড়ে দেন।
জখম অবস্থায় প্রায় দুই ঘণ্টারও বেশি সময় ধরে ওই মহিলা রেললাইনের ধারে পড়ে ছিলেন। অভিযোগ, রেলপুলিশও (Railway Police) ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করেনি। এতে ক্ষোভ ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। শেষপর্যন্ত জগৎবল্লভপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। প্রথমে তাঁকে জগৎবল্লভপুর হাসপাতালে ভর্তি করা হয়, পরে স্থানান্তরিত করা হয় হাওড়া জেলা হাসপাতালে। শরীরের একাধিক স্থানে আঘাত লেগেছে বলে জানা গেছে।
স্থানীয়দের প্রশ্ন, কেন রেলের তরফ থেকে আহত মহিলাকে উদ্ধারের কোনও ব্যবস্থা নেওয়া হল না। এই ঘটনায় রেলের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। উল্লেখ্য, সম্প্রতি ডোমজুড়ে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি মারা যান। মৃতদেহ ঘণ্টার পর ঘণ্টা রেললাইনে পড়ে ছিল। রেলের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। পরে স্থানীয় থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে। সেই ঘটনাতেও রেল ও রেল পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ দেখা দিয়েছিল।