SIR West Bengal: কমিশনের রি-চেকে উধাও ২১৭৯টি বুথ! মৃত ভোটার-শূন্য’ বুথ এখন মাত্র ২৯
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৩০: রাজ্যে মৃত ভোটারের নাম নেই এমন বুথের সংখ্যা নাটকীয়ভাবে কমে এসেছে। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে এই সংখ্যা ২২০৮ থেকে নেমে দাঁড়িয়েছে ২৯-এ। নির্বাচন কমিশন (Election Commission) আগেই জানিয়েছিল, এই সংখ্যা আরও কমতে পারে। বাস্তবে তাই হয়েছে।
সোমবার কমিশন জানিয়েছিল, মৃত ভোটার ‘শূন্য’ বুথের সংখ্যা ২২০৮। মঙ্গলবার সেই সংখ্যা কমে দাঁড়ায় ৪৮০। আর বুধবার এক ধাক্কায় তা নেমে আসে মাত্র ২৯-এ। প্রশ্ন উঠছে, কীভাবে এত দ্রুত বদলে যাচ্ছে এই পরিসংখ্যান? কমিশনের ব্যাখ্যা, রিপোর্ট পাওয়ার পরপরই জেলা নির্বাচন আধিকারিকদের কাছ থেকে আলাদা করে বিস্তারিত তথ্য চাওয়া হচ্ছে। কোথাও কোনও ভুল বা ত্রুটি যাতে না থাকে, তার জন্য বারবার রি-চেক করা হচ্ছে। সেই কারণেই বুথের সংখ্যা কমছে।
কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, শুধু মৃত ভোটার ‘শূন্য’ বুথ নয়, একইভাবে বহু বুথে দেখা যাচ্ছে স্থানান্তরিত ভোটারের তথ্য নেই। কোথাও ডুপ্লিকেট ভোটারের সংখ্যা শূন্য, আবার কোথাও অ্যাবসেন্ট ভোটারের তথ্য নেই। সংশ্লিষ্ট বুথগুলিকে পুনরায় যাচাই করার জন্য জেলা নির্বাচন আধিকারিকদের ফের নির্দেশ পাঠানো হয়েছে। কমিশনের দাবি, এই সংখ্যাগুলি আরও কমতে পারে বা বদল হতে পারে। ১০ ডিসেম্বরের আগে নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব নয়।
এরই মধ্যে রবিবার একটি বিজ্ঞপ্তি জারি করে এসআইআর (SIR) প্রক্রিয়া সাত দিন পিছিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। আগে বলা হয়েছিল, ৪ ডিসেম্বরের মধ্যে এনুমারেশন ফর্ম ওয়েবসাইটে আপলোড করতে হবে। এখন সেই সময়সীমা বাড়িয়ে করা হয়েছে ১১ ডিসেম্বর। ১২ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে খসড়া ভোটার তালিকা প্রস্তুতির কাজ। ১৬ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া তালিকা। ১৫ জানুয়ারি পর্যন্ত তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ ও আপত্তি জানানোর সুযোগ থাকবে।
কমিশনের নির্দেশ অনুযায়ী, ১০ ফেব্রুয়ারির মধ্যে ভোটার তালিকা (Voter list) খতিয়ে দেখে চূড়ান্ত করার অনুমতি নিতে হবে। এরপর ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।