ঝাড়খণ্ডে অপারেশন লোটাস! ধুয়ে মুছে সাফ হবে কংগ্রেস?

December 4, 2025 | 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:১৫: ইন্ডিয়া জোট কি ভাঙছে? শোনা যাচ্ছে, NDA জোটে যোগ দিতে পারে হেমন্ত সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। সম্প্রতি নাকি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও তাঁর স্ত্রী কল্পনা সোরেন দিল্লিতে বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন, এমনই খবর। এরপর রাজনৈতিক চর্চা চরমে উঠেছে। নানা মহলের দাবি, বিজেপি ও জেএমএমের মধ্যে সমঝোতা চূড়ান্ত হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে, কল্পনা কেন্দ্রের মন্ত্রী হতে পারেন। সূত্রের খবর, আগামী বছর হয়ত হেমন্তর বাবা প্রয়াত শিবু সোরেনকে ভারতরত্ন দেবে কেন্দ্র।

অন্যদিকে, ঝাড়খণ্ডের রাজ্যপাল সন্তোষ গঙ্গোওয়ার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেছেন। জোর জল্পনা, ইডির তদন্ত থেকে বাঁচতে শিবির পালটাতে চাইছেন হেমন্ত। বিহার ভোটের আসন সমঝোতা নিয়ে কংগ্রেস, আরজেডি এবং হেমন্তের সংঘাত চরমে উঠেছিল। বিহারে ভোটে আর লড়েননি হেমন্ত। মনে করা হচ্ছে, তখন থেকেই বিজেপির সঙ্গে হেমন্তের কথাবার্তা শুরু হয়।
জেএমএম ও বিজেপি নতুন সঙ্গী নয়। এর আগেও জোট বেঁধেছে জেএমএম ও বিজেপি। তবে তা কখনও স্থায়ী হয়নি। ২০১০ থেকে ২০১৪ সালের মধ্যে একাধিকবার বিজেপির উপর থেকে সমর্থন সরিয়ে নিয়েছে জেএমএম।

৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভার ম্যাজিক ফিগার ৪১। এখন জেএমএমের দখলে রয়েছে ৩৪ আসন। শরিক কংগ্রেসের বিধায়ক সংখ্যা ১৬, আরজেডির ৪ ও সিপিআইএমএলের ২টি আসন রয়েছে। জেএমএম NDA-তে যোগ দিলে বিজেপির ২১ আসন মিলিয়ে NDA-র মোট আসন হবে ৫৮। সংখ্যা আরও বাড়তে পারে। কংগ্রেসের ১৬ জন বিধায়কের মধ্যে অপারেশন লোটাসের মাধ্যমে হাত শিবিরের ১১ বিধায়ককে ভাঙিয়ে আনতে পারে বিজেপি। তেমনই খবর ভাসছে ঝাড়খণ্ডের আকাশে বাতাসে। পাল্টা এও শোনা যাচ্ছে, হেমন্ত শিবির বদলাবেন না। কোন দিকে এগোয় শিবু সোরেনের রাজ্য, সে খবরের দিকে নজর থাকবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen