“ধান পচে গেলে সরিয়ে দিতে হয়”, নাম না-করে হুমায়ুনকে নিশানা মমতার
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৪০: মুর্শিদাবাদে দাঁড়িয়ে সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বহরমপুরের সভা থেকে নাম না-করে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে একহাত নেন তৃণমূল সুপ্রিমো। এদিন মমতা বলেন, “একটা ধান পচে গেলে সরিয়ে দিতে হয়। নাহলে বাকি গুলো পচে যায়। কিছু পোকামাকড় থাকবেই। তাদের সরিয়ে দিলে দেশ চলবে রাজ্য চলবে, সব চলবে।”
উল্লেখ্য, লাগাতার দলবিরোধী কাজের অভিযোগে অবশেষে শুক্রবার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার সকালে দলের তরফে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হয় হুমায়ুন কবীরকে দল থেকে নিলম্বিত করা হচ্ছে। আরও বলা হয়েছে, হুমায়ুনের সঙ্গে কোনও রকম সম্পর্ক রাখবে না দল।
জানা যাচ্ছে, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে ‘আজীবনের জন্য’ সাসপেন্ড করল তৃণমূল। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতিতে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। তৃণমূলের দলীয় বক্তব্য, ‘‘ধর্ম নিয়ে যাঁরা বিভাজনের রাজনীতি করেন, তাঁদের সঙ্গে দল কোনও সম্পর্ক রাখবে না। ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি তৃণমূল বরদাস্ত করবে না।’’
উল্লেখ্য, আজ মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীর সভায় গিয়েছিলেন হুমায়ুম। আজ সকালেই দল হুমায়ুনের বিরুদ্ধে পদক্ষেপ করল। তারপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাস্থল ছেড়ে বেরিয়ে যান হুমায়ুন। সাসপেনশনের সিদ্ধান্ত প্রসঙ্গে হুমায়ুন সংবাদ মাধ্যমে জানান, “ববিদার কথার জবাব দেব না। কালই দল ছাড়ব। ২২ তারিখে মুর্শিদাবাদে নিজের দলের উদ্বোধন করব।” বার বার দলকে বিড়ম্বনায় ফেলার অভিযোগ উঠেছে হুমায়নের বিরুদ্ধে। এবার চরম পদক্ষেপ করল তৃণমূল। তারপরই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মমতা।