মৃত BLO-দের পরিবারদের আর্থিক সাহায্য, SIR-র সময়সীমা বাড়ানোর দাবিতে বিক্ষোভ CEO দপ্তরে

December 4, 2025 | < 1 min read

Authored By:

Saikat Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৪৯: আবারও কলকাতায় রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO)-র দপ্তরের সামনে বিক্ষোভ। আজ বৃহস্পতিবার ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’, মৃত BLO-দের পরিবারদের আর্থিক সাহায্য, SIR-র সময় বাড়ানো-সহ একাধিক দাবিতে মিছিলের ডাক দিয়েছিল। মিছিলে উপস্থিত ছিলেন মৃত বিএলওদের পরিবারের সদস্যরাও। পুলিশ সেই মিছিল আটকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ, পুলিশের ব্যারিকেড ভেঙে CEO দপ্তরে আন্দোলনরত BLO-রা ঢোকার চেষ্টা করেন। ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। গোটা এলাকা রণক্ষেত্র আকার নেয়। আন্দোলনকারীদের অভিযোগ, মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে সময় চাওয়া হয়েছিল। এরপরও তাঁদের আটকানো হচ্ছে।

বিগত কয়েকদিন ধরে অতিরিক্ত কাজের চাপ সহ একাধিক দাবিতে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO)-র দপ্তরের সামনে অবস্থান করছেন BLO-রা। ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’ অবস্থান বিক্ষোভ চালাচ্ছে। আজ বৃহস্পতিবার অবস্থানে যোগ দেন মৃত BLO-দের পরিবারের সদস্যরা।

আন্দোলনকারীদের অভিযোগ, তাঁদের অসহ্যকর চাপের মধ্যে কাজ করতে হচ্ছে। সাতদিন সময় বাড়ানো হয়েছে তাও যথেষ্ট নয়। মৃতের পরিবারদের আর্থিক সাহায্য করতে হবে বলেও কমিশনের বিরুদ্ধে সরব হন ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’র সদস্যরা। উল্লেখ্য, শুভেন্দু অধিকারীকে কেন্দ্র কদিন আগেই BLO-দের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে CEO-র দপ্তর। বিরোধী দলনেতাকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen