ফের প্রকট কেন্দ্রের বাংলা বঞ্চনা! অভিষেকের প্রশ্নেই ফাঁস মোদী সরকারের ‘কীর্তি’

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৩৯: শীতকালীন অধিবেশনে ফের কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তৃণমূল কংগ্রেসের (TMC)। সংসদের এই অধিবেশনে শুরু থেকেই কেন্দ্রের মোদী সরকারকে প্রশ্নে প্রশ্নে জর্জরিত করছেন তৃণমূল সাংসদরা (TMC Mps)। বৃহস্পতিবার ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) একটি লিখিত প্রশ্নের জবাবে যে তথ্য উঠে এল, তাতে বাংলার প্রতি মোদী সরকারের ‘বৈমাতৃসুলভ’ আচরণ ফের প্রকাশ্যে। কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যানেই স্পষ্ট, বিজেপি শাসিত রাজ্যগুলি (BJP-ruled states) পুনর্গঠন খাতে বিপুল অর্থ পেলেও, পশ্চিমবঙ্গের প্রাপ্তি সেখানে নামমাত্র।

সংসদ সূত্রে খবর, বিদ্যুৎ সরবরাহ ও পরিকাঠামো ক্ষেত্রে ক্ষতির পর পুনর্গঠনের জন্য কেন্দ্রের একাধিক প্রকল্প রয়েছে। রাজ্যগুলির গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনুসারে সেই অর্থ বরাদ্দ করা হয়। বৃহস্পতিবার সংসদে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখিত প্রশ্নে জানতে চান, গত কয়েক বছরে পুনর্গঠন খাতে কোন রাজ্যকে কত অর্থ দিয়েছে কেন্দ্র? বাংলার বরাদ্দ অর্থ কেন আটকে রাখা হয়েছে এবং প্রকৃত অর্থপ্রাপ্তির পরিমাণ কত?
অভিষেকের এই প্রশ্নের লিখিত জবাব দেন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রীপদ নায়েক (Shripad Nayak)। মন্ত্রীর পেশ করা পরিসংখ্যানই কার্যত তৃণমূলের দীর্ঘদিনের অভিযোগকে সিলমোহর দিল। দেখা যাচ্ছে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান এবং বিহারের মতো বিজেপি (BJP) বা এনডিএ (NDA) শাসিত রাজ্যগুলি বরাদ্দের সিংহভাগ অর্থ পেয়ে গিয়েছে। এমনকী অবিজেপি শাসিত রাজ্যগুলির মধ্যে তামিলনাড়ুও অর্থপ্রাপ্তিতে অনেকটা এগিয়ে। অথচ পশ্চিমবঙ্গের ভাগ্যে জুটেছে বঞ্চনা।
কেন্দ্রীয় মন্ত্রীর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত তিন অর্থবর্ষে পশ্চিমবঙ্গের বিভিন্ন পুনর্গঠন খাতে মোট ৬,৪২৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। কিন্তু বাস্তব চিত্রটি হতাশাজনক। তথ্যে দেখা যাচ্ছে, ২০২৩-২৪ অর্থবর্ষে বাংলাকে দেওয়া হয়েছে মাত্র ২২১ কোটি টাকা এবং ২০২৪-২৫ অর্থবর্ষে দেওয়া হয়েছে ৬০১ কোটি টাকা। শেষ বছরে সেই অর্থের পরিমাণ কমে দাঁড়িয়েছে মাত্র ৪৯ কোটিতে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বরাদ্দের তুলনায় এই নামমাত্র অর্থ ছাড়ের ঘটনা বাংলার প্রতি কেন্দ্রের বিমাতৃসুলভ মনোভাবকেই প্রকট করে তুলেছে। ১০০ দিনের কাজ থেকে আবাস যোজনা-বিভিন্ন খাতে বঞ্চনার অভিযোগে বারবার সরব হয়েছে তৃণমূল। এদিনের বিদ্যুৎ মন্ত্রকের এই পরিসংখ্যান সেই অভিযোগের আগুনেই ফের ঘি ঢালল বলে মনে করছে রাজনৈতিক মহল।