মোদীর কেন্দ্র বারাণসীতে স্পা-এর আড়ালে মধুচক্র! কাঠগড়ায় বিজেপি নেত্রী

December 4, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:২৩: খোদ প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্র বারাণসীতে (Varanasi) এক বিজেপি নেত্রীর ফ্ল্যাটে রমরমিয়ে যৌনচক্র চালানোর অভিযোগ উঠল। সোমবার রাতে পুলিশি অভিযানে ওই ফ্ল্যাট থেকে ৯ জন মহিলা এবং ৪ জন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, স্পা সেন্টারের আড়ালেই চলত এই দেহব্যবসা। আর এই ঘটনাকে কেন্দ্র করেই প্রবল অস্বস্তিতে পড়েছে পদ্মশিবির। কারণ, যার ফ্ল্যাটে এই চক্র চলার অভিযোগ, তিনি আর কেউ নন, ২০১৯ সালে নরেন্দ্র মোদীর (Narendra Modi) বিরুদ্ধে ভোটে লড়া এবং বর্তমানে বিজেপি নেত্রী শালিনী যাদব (Shalini Yadav)।

পুলিশ ও স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি) সূত্রে খবর, বারাণসীর সিগরা এলাকার একটি আবাসনে দীর্ঘ দিন ধরেই সন্দেহজনক কার্যকলাপ নজরে আসছিল। সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দেয় পুলিশ। ফ্ল্যাটটি থেকে আপত্তিকর বহু সামগ্রী, নাম নথিভুক্ত করার খাতা ও মোবাইল ফোন উদ্ধার হয়েছে। জেরায় জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বিভিন্ন জেলা থেকে মহিলারা ওই ফ্ল্যাটে আসতেন। তদন্তকারীদের অনুমান, এই চক্রের জাল বহুদূর পর্যন্ত বিস্তৃত। সিগরার পাশাপাশি মাহমুরগঞ্জ, ভেলুপুর এবং ক্যান্টনমেন্ট এলাকার বেশ কয়েকটি স্পা সেন্টারেও তল্লাশি চালানো হয়েছে।

তদন্তে উঠে এসেছে, যে ফ্ল্যাটটিতে এই যৌনচক্র (Sex Racket) চলত, সেটি বিজেপি নেত্রী শালিনীর স্বামী অরুণ যাদবের নামে নথিবদ্ধ। যদিও বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে শালিনী দাবি করেন, এই ঘটনার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। বিরোধীরা এবং কিছু সমাজমাধ্যম ব্যবহারকারী চক্রান্ত করে তাঁর নাম কালিমালিপ্ত করার চেষ্টা করছে। তিনি আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন। অন্যদিকে, শালিনীর স্বামী অরুণ যাদব ফ্ল্যাটটি নিজের বলে স্বীকার করলেও জানিয়েছেন, ১৯৯৬ সাল থেকেই সেটি ভাড়া দেওয়া রয়েছে। ভাড়াটে কী করছে, তার দায় তাঁদের নয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen