রাজ্য বিভাগে ফিরে যান

জোটের ভবিষ্যৎ অধীর-বিমানের মধ্যে শুরু আলোচনা

October 15, 2020 | < 1 min read

 শহরে টানা তিন দিন থাকাকালীন তিনি নিজের থেকে বাম নেতৃত্বের সঙ্গে ফোনে যোগাযোগ করেননি। তা নিয়ে গোড়ায় কিছুটা বিভ্রান্তিতে পড়ে বাম শিবির। জোট নিয়ে বাম শিবিরের এহেন সংশয়ের মনোভাব বুঝে, শেষ পর্যন্ত বর্ষীয়ান সিপিএম নেতা বিমান বসুই ফোন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরিকে। কলকাতা থেকে বহরমপুরে চলে যাওয়া অধীর অবশ্য বিমানবাবুকে বাম-কংগ্রেস জোট নিয়ে আশ্বস্ত করে ১৭ তারিখের পর মুখোমুখি আলোচনার ইঙ্গিত দেন।

তা সত্ত্বেও বিভিন্ন মহলে বিভ্রান্তি না কাটায় বুধবার সোশ্যাল মিডিয়ায় রীতিমতো বিবৃতি দিয়ে অধীর বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে রাজ্যে বাম ও কংগ্রেস জোটবদ্ধ হয়েই লড়বে বলে জানিয়ে দেন। একই সঙ্গে দলের একাধিক নেতাকে তিনি ফোনেও বামেদের সঙ্গে জোট করার ব্যাপারে হাইকমান্ডের সম্মতি থাকার কথা জানিয়ে দেন। পাশাপাশি এদিন তিনি নিজে বিমানবাবুকে ফোনও করেন। তিনি যেখানেই থাকুন না কেন, জোটের ব্যাপারে দরকারে বিমানবাবুদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে আলোচনা করবেন বলেও কথা দেন।  

TwitterFacebookWhatsAppEmailShare

#Biman Bosu, #Adhir Chowdhury

আরো দেখুন