জম্মু-কাশ্মীরের রাজ্য মর্যাদা ফিরে পেতে মমতাকে পাশে চায় ন্যাশনাল কনফারেন্স
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:০০: জম্মু-কাশ্মীরের রাজ্য মর্যাদা ফিরে পেতে বার বার দাবি জানিয়েছে সে রাজ্যের শাসক দল ন্যাশনাল কনফারেন্স। এবার দাবি আদায়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্য চান কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। চলতি শীতকালীন অধিবেশনের প্রথম দিনে রাজ্যসভায় ওমর আবদুল্লার ন্যাশনাল কনফারেন্সের তিনজন শপথ নিয়েছেন। উল্লেখ্য, গত জুলাই মাসে কলকাতায় মমতার সঙ্গে ওমর সাক্ষাৎ করেছিলেন।
সূত্রের খবর, ন্যাশনাল কনফারেন্সের তিনজন সাংসদকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমন্বয় রাখার নির্দেশ দিয়েছেন ওমর। বৃহস্পতিবার সেন্ট্রাল হলে তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়ানের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন ন্যাশনাল কনফারেন্সের রাজ্যসভার দলনেতা চৌধুরী মহম্মদ রমজান সহ নতুন দুই সাংসদ। রমজান জানিয়েছেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁদের মুখ্যমন্ত্রী ওমরের নিয়মিত কথা হয়। সংসদে তৃণমূলের সঙ্গে সমন্বয় রাখতে বলেছেন ওমর।
বস্তুত, জম্মু-কাশ্মীরে কংগ্রেসের সমর্থনে সরকার থাকলেও রাজ্যের তকমা ফিরে পাওয়ার ক্ষেত্রে কংগ্রেসের উপরে আর ভরসা করতে পারছে না ন্যাশনাল কনফারেন্স। নির্বাচনের সময়ে বহু জেতা আসন কংগ্রেসকে ছেড়ে দিলেও আশানুরূপ ফল করতে পারেনি হাত শিবির, সে কথাও উল্লেখ করেছেন ওমরের দলের সাংসদেরা। সাফ কথায়, কংগ্রেসে তাঁদের মোহভঙ্গ হয়েছে। মমতার হাত ধরতে চাইছেন জম্মু-কাশ্মীরের নেতারা।